ছাত্র আন্দোলনে বেশি খরচের ফেসবুক পেজগুলো গায়েবের রহস্য কী?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:৫১ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল, শেষ পর্যন্ত তা গণআন্দোলনে রূপ নিয়ে গেল ৫ আগস্ট সরকারের পতন ঘটায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের মাধ্যমে দ্বাদশ সংসদের পতন ঘটানো এই আন্দোলনে অন্যতম বড় ভূমিকা রেখেছিল সামাজিক যোগাযোগমাধ্যম। গত ১০ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে শুধু ফেসবুক বিজ্ঞাপনেই ৬৩ হাজারের বেশি ডলার ব্যয় করা হয়েছে। সবচেয়ে বেশি ব্যয় করা ফেসবুক পেজগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। টুইটার, ইনস্টাগ্রাম বা টিকটক সামাজিক যোগাযোগমাধ্যমের আওতায় পড়লেও বাংলাদেশে গণআন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল ফেসবুক।
সারা দেশে সহিংসতায় ব্যাপক প্রাণহানির পর গত ১৮ জুলাই সকাল থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল বিগত সরকার। এরপর ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত পরিসরে চালু হলেও মোবাইল ইন্টারনেট ফিরেছে ২৮ জুলাই। তখন আনুষ্ঠানিকভাবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় যোগাযোগমাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল। বিভিন্ন প্রক্সি সাইট ও ভিপিএন সেবার মাধ্যমে এই সাইটগুলোতে যেতে পারলেও বাংলাদেশের বেশ বড় একটি অংশের মানুষের জন্য এই প্রযুক্তি ব্যবহার থেকে বঞ্চিত ছিল। ৩০ জুলাই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফেসবুক বন্ধ রেখেছিল সরকার। সন্দেহাতীতভাবে এই সময়টায় ফেসবুক বিজ্ঞাপনে ভাটা পড়েছিল।
গত ১০ জুলাই ‘বাংলা ব্লকেড’ থেকে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠন-এই সীমার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ সময় বাংলাদেশের সব মানুষ ফেসবুকের সর্বোচ্চ ব্যবহার করতে পারেনি, তবুও এই সময়ে মেটার অ্যাড লাইব্রেরি পরীক্ষা করে দেখা গেছে, বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে ৬৩ হাজার ৮৭৩ ডলার খরচ করা হয়েছে বিজ্ঞাপনে। এর বাইরে ‘আননোন’ জায়গা থেকেও কিছু বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তবে সে খরচটা ১০০ ডলারের কম। এই ‘অজ্ঞাতস্থানের’ অংশটা বাদ দিলেও গত ১০ জুলাই থেকে ৮ আগস্ট বাংলাদেশের ফেসবুকের বাজারে বর্তমান মূল্যে ৭৪ লাখ ৮০ হাজার টাকার বেশি বিজ্ঞাপনে ব্যয় করা হয়েছে। ন্যূনতম একটি হলেও বিজ্ঞাপন দিয়েছে, এমন পেজের সংখ্যা ৮৯৮টি। এর মধ্যে সিংহভাগই ব্যয় করেছে কয়েকটি পেজ। মোট ৬৪টি পেজ ন্যূনতম ১০০ ডলার ব্যয় করেছে এই সময়টাতে। মজার ব্যাপার হলো, এই ৬৪টি পেজের মধ্যে ৪৫টি পেজই এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। হয় পেজগুলো আনপাবলিশ করা হয়েছে অথবা ডিলিট করা হয়েছে।