×

ভিডিও

ভয়ংকর সফটওয়্যার পেগাসাস, যেভাবে ফাঁস হচ্ছে আপনার গোপন তথ্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৪:৫১ পিএম

মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, রাজনীতিকদের ফোনে নজরদারি চালানোর ঘটনায় ফাঁস হওয়া ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার। এনএসও গ্রুপ থেকে এই স্পাইওয়্যার কিনে নিজের দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নজরদারি চালিয়ে আসছে কর্তৃত্ববাদী সরকারগুলো। কর্তৃত্ববাদী সরকারের তালিকায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও। 

কাতার-ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা ইংলিশ-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারী করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে। এ ছাড়া আয়নাঘরের অসহনীয় নিপীড়নের শিকার যারা তাদের স্বীকারোক্তিতে উঠে আসে এই পেগাসাসের ব্যবহার। তাদের ফোনের গতিবিধি ট্রাক করে তাদেরকে উঠিয়ে নিয়েছিল ডিজেএফআইয়ের সদস্যরা। 

পেগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে, তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে ২৪ ঘণ্টার এক নজরদারির যন্ত্রে। ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক, পেগাসাস তা কপি করে পাঠিয়ে দিতে নির্দিষ্ট জায়গায়।

এই সফটওয়্যার ফোনকল রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে।

আপনি হয়তো হাতের কাছে ফোন রেখে কারো সাথে কথা বলছেন। পেগাসাস আপনার ফোনের মাইক্রোফোনকে জাগিয়ে তুলে আপনার অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে। এমনকি আপনি কোথায় আছেন, কিংবা কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন- সেসব বিষয়ও পেগাসাস চিহ্নিত করার ক্ষমতা রাখে।

ইসরাইলি কোম্পানি এনএসও গ্রুপ বিভিন্ন দেশের সরকারের কাছে পেগাসাস নামের এই ‘হ্যাকিং সফটওয়্যার’ বা ‘স্পাইওয়্যারটি’ বিক্রি করেছে। আইওএস বা অ্যান্ড্রয়েডে চলে এমন শত কোটি ফোনে নজরদারি চালানোর ক্ষমতা এই পেগাসাস সিস্টেমের রয়েছে।

পেগাসাসের কথা গবেষকরা জানতে পারেন ২০১৬ সালে। সে সময় নির্দিষ্ট ব্যক্তির ফোনে টেক্সট মেসেজ বা ই-মেইলে পাঠানো হতো, যাতে থাকত কোনো লিংক। সেই লিংকে ক্লিক করলেই ফোনের দখল নিত পেগাসাস। আর এখন ক্লিক না করলেও ওই ফোনের দখল নিতে পারে পেগাসাস। আবার সফটওয়্যারের ত্রুটি বা বাগ ব্যবহার করেও এ স্পাইওয়্যার ঢুকে পড়তে পারে ফোনে।

২০১৯ সালে হোয়াটসঅ্যাপ জানায়, ওই ধরনের ত্রুটির সুযোগ নিয়ে এনএসওর সফটওয়্যার ১৪০০ ফোনে ম্যালওয়ার পাঠিয়েছিল। সে জন্য নির্দিষ্ট ব্যক্তির ফোনে হোয়াটসঅ্যাপ থেকে শুধু একটি কল করা হতো। আর ওই কলের মধ্য দিয়েই পেগাসাসের কোড ফোনে ইনস্টল হয়ে যেত।

অ্যাপলের আইওএসের সর্বশেষ সংস্করণ ব্যবহার করছেন, এমন আইফোন গ্রাহকদের ফোনেও পেগাসাস সফলভাবে হানা দিতে পেরেছে। ভিকটিমদের ফোনের ফরেনসিক অ্যানালাইসিস করে দেখা গেছে, সাধারণ কৌশলে কাজ না হলে টার্গেটের আশপাশ থেকে কোনো ওয়্যারলেস ট্রান্সরিসিভার ব্যবহার করেও নির্দিষ্ট ফোনে পেগাসাস ঢুকিয়ে দেয়া যায়।

আর একবার ফোনে ঢুকে পড়তে পারলে এই স্পাইওয়্যার প্রায় সব ধরনের তথ্য বা ফাইলই কবজা করার সুযোগ পায়। এসএমএস, অ্যাড্রেস বুক, কল হিস্ট্রি, ক্যালেন্ডার, ই-মেইল ও ইন্টারনেটের ব্রাউজিং হিস্ট্রি- সবই সে দেখাতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App