×

ভিডিও

বিতর্কের বরপুত্র সাকিব, করেন না নিয়মকানুনের তোয়াক্কা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:০৭ পিএম

বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় নাম সাকিব আল হাসান। মাঠের খেলায় নৈপুণ্য দেখিয়ে বিশ্ব দরবারে সমীহ আদায় করেছেন তিনি। একক নৈপুণ্যে অনেক ম্যাচই জিতিয়েছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে বিতর্কের ঊর্ধ্বে থাকতে পারেননি। সাকিব যেন বিতর্কের বরপুত্রই।

‘যেখানে টাকা, সেখানে সাকিব’। জুয়া-মদ থেকে নিম্নমানের কাপড়; টাকার বিনিময়ে কসমেটিক্সের দোকানও উদ্বোধন করেন দেশসেরা এই ক্রিকেটার। সতীর্থদের সঙ্গে বাজে আচরণ, সমর্থকের ওপর চড়াও, আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ানো, শেয়ারবাজার কেলেঙ্কারি; একের পর এক বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। সহজ কথায়, বিতর্ক আর সাকিব যেন এক সুতোয় গাঁথা।

২০১০ সালে প্রথমবার বিতর্কিত কাণ্ড ঘটান সাকিব। ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিংয়ে ছিলেন তিনি। সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়ায় রাগান্বিত হনি এই অলরাউন্ডার। হঠাৎ বাউন্ডারি লাইনে ছুটে গিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজের পর ব্যাট উঁচিয়ে হুমকিও দেন।

২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে অলআউট হওয়ার ম্যাচে দর্শকদের উদ্দেশ্যে মধ্যমা আঙুল দেখিয়ে বাজে ইঙ্গিত করেছিলেন সাকিব। এরপর ২০১৩ সালে অটোগ্রাফ চাওয়াকে কেন্দ্র করে দর্শকের কলার চেপে ধরে বিতর্কে জড়ান।

২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যামেরা দেখে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন। শাস্তি হিসেবে পেয়েছিলেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা। একই বছরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে স্ত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পিটিয়ে গুরুতর আহত করেছিলেন তিনি। এ নিয়ে বেশ সমালোচনাও হয়েছিল।

পরের বছরে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণ করে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা গুনতে হয় সাকিবকে। ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে গোপন করায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। তবে আইসিসির কাছে দোষ স্বীকার করায় তাকে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকতে হয়। ৪ প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির তদন্তে জড়িয়েছিল সাকিবের নাম। কারসাজির সময় সাকিব ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশ কয়েকবার ‘বিপুল সংখ্যক শেয়ার’ লেনদেন করেন।

ঘরের মাঠে ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার কয়েকঘণ্টা পরই বিতর্কে জড়ান সাকিব। খুনের আসামি আরাভ খানের সোনার দোকান উদ্বোধনে দুবাইতে গিয়েছিলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও বিতর্কে জড়ান সাকিব। কিংস পার্টির কো-চেয়ারম্যান হওয়ার গুঞ্জন ছিল। দল গঠনে বিএনপির এক নেতার সঙ্গে দেখা করে তাকে চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেন। তবে ওই নেতা দলটিতে যোগ না দেওয়ায় সাকিবও কো-চেয়ারম্যান হননি। শেষমেশ আওয়ামী লীগে যোগ দিয়ে মাগুরা-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

তবে এবারের বিষয়টা একেবারেই ভিন্ন। সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কন্যা নাফিসা কামালের সঙ্গে সাকিবের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন উঠেছে। এ নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সাকিবপত্নী। সেখানে সাকিবকে এক অসাধারণ বাবা এবং স্বামী হিসেবে উল্লেখ করেছেন শিশির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

৪২ বছর আগের স্মৃতি ফেরালেন শান্ত

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

ফের ৫ দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

জাতিসংঘে মোদি ও ইউনূসের বৈঠক হচ্ছে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App