×

ভিডিও

পশ্চিমবঙ্গের জামাইয়ের হাতে নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১০:৪৭ পিএম

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপরই গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের প্রধান হিসেবে ৮ আগস্ট রাত ৯টার দিকে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ সদস্যের উপদেষ্টা। এতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে তার শ্বশুরবাড়িতে।

ইউনূস সেন্টারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ড. ইউনূসের স্ত্রী আফরোজী ইউনূস। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের রাণীগঞ্জ বাজারের কাছে লস্কর দিঘি এলাকায় শৈশব কেটেছে তার। এই এলাকায় তার অনেক আত্মীয়-স্বজনই বসবাস করেন। তাদের বাড়ির জামাইয়ের হাতে এখন নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যৎ, এটা তাদের জন্য আনন্দের বলেও উল্লেখ করেছেন তারা।

আফরোজী ইউনূসের সম্পর্কের ভাই আসফাক হোসেন ওরফে বাবু মিয়া গণমাধ্যমে জানিয়েছেন, ড. ইউনূসের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। প্রতিবছরই বাংলাদেশেও যান তারা। শালা-জামাইবাবুর মধ্যে নানান বিষয়ে কথা হয়। আসফাক আরও জানান, তাদের জামাইবাবু শুঁটকি মাছ খেতে খুব ভালোবাসেন। তবে সব খাবারই অল্প পরিমাণে খান তিনি।

ড. ইউনূস ভারতের সঙ্গে বাংলাদেশের আরও মধুর সম্পর্ক গড়ে তুলবেন বলে জানান আসফাক হোসেন। তিনি বলেন, সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান সবাই মিলেমিশে থাকুন। আগে যেমন মিলেমিশে থাকতেন, সেভাবেই থাকুন। ড. ইউনূসের কাছে এবং উপরওয়ালার কাছে আবেদন করবো, শান্তি ফিরে আসুক।

তার জামাইবাবুই শান্তি ফেরাতে পারবেন বলে বিশ্বাস করেন আসফাক হোসেন। তিনি বলেছেন, জামাইবাবু খুব ভালো মানুষ। তিনি সবসময় গরিবদের জন্য চিন্তা করেন। গরিবদের আয় কীভাবে বাড়ানো যায়, তার কথা চিন্তা করেন। কাজেই তিনি তো লোকের ভালো করবেনই।

একই সঙ্গে আসফাক হোসেন বাংলাদেশের পরবর্তী নেতার কাছে ভারত-বাংলাদেশের নাগরিকদের জন্য স্পট ভিসার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ভারত সরকার ও বাংলাদেশ সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। এখন ভিসা পেতে ১৫ থেকে ২০ দিন লেগে যায়। তাতে খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। হয়তো কেউ অসুস্থ, দেখতে যাবো বলে ঠিক করেছি। ভিসা পেতে পেতেই তিনি চলে গেলেন। দেখা করতে পারলাম না। তার বদলে, বর্ডারে যাওয়ার পর, সেখান থেকেই ভিসা করে দিলে, সুবিধা হবে।

আসফাকের স্ত্রী তনুজা হোসেন জানিয়েছেন, ভারতে এলে সময় পেলেই বর্ধমানে আসেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘উনি সৎপথে আছেন বলেই তো আজ সৃষ্টিকর্তা তাকে এই জায়গায় নিয়ে গেছেন। দেখবেন বাংলাদেশে খুব শিগগিরই শান্তি ফিরবে। উনি খুব চেষ্টা করবেন। উনি তো খুব ভালো মানুষ, সৎ মানুষ। বাংলাদেশের মানুষ ওনার সঙ্গে আছে। সেই জন্যই তো তাকে চাইছে সবাই।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App