×

ভিডিও

ফেঁসে গেল সাদিক অ্যাগ্রো, সরানো হলো সেই ছাগলসহ গরু-ঘোড়া-উট!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১০:৩৬ এএম

আমদানি নিষিদ্ধ ব্রাহমা প্রজাতির গরুর বাছুর অনেকটা গোপনেই পালন হচ্ছিল সাদিক অ্যাগ্রোর খামারে। ১ জুলাই সোমবার বিকেলে সেখানে অভিযান চালিয়ে নিষিদ্ধ সেসব ব্রাহমা প্রজাতির বাছুর জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সাভারের বিরুলিয়ায় সাদিক এগ্রোর ওই খামারে অভিযান চালায় দুদকের ৯ সদস্যের এনফোর্সমেন্ট টিম। তার আগে দুপুরে সাভারে প্রাণিসম্পদের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালায় দুদক।

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক এগ্রোর এই খামারে দুপুর ৩টার দিকে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। দুদকের অভিযানে ৭ থেকে ১০ মাস বয়সী ৭টি ব্রাহমা প্রজাতির গরুর বাছুর পাওয়া যায়। পাওয়া যায় আলোচিত সেই ১৫ লাখ টাকার ছাগলটিও।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা সাদিক এগ্রোতে সাতটি ব্রাহমা বাছুর পেয়েছি। এখানে ব্রাহমা গরু পালনের প্রমাণও পেয়েছি। ১৫ লাখ টাকার আলোচিত সেই ছাগলটিও পেয়েছি। আমরা বেশ কিছু নথিপত্রও জব্দ করেছি।’

এ বিষয়ে প্রতিষ্ঠানটির কেউ কোন কথা বলতে রাজি হননি। কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি এড়িয়ে গেছেন। কেউ কেউ জানিয়েছেন- তাদের কথা বলা নিষেধ। তবে ফার্মের দায়িত্বে থাকা ব্যবস্থাপক জাহিদ খান জানান, এই খামারে মূলত দুধ উৎপাদন করা হয়। প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ কেজি দুধ এখান থেকে ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে এই খামারে গাভী ও বাছুর মিলিয়ে প্রায় আড়াইশ গরু রয়েছে। এছাড়া ১২টি উট ও দুটি ঘোড়াসহ কয়েক’শ হাস-মুরগী রয়েছে। এখানে কর্মীর সংখ্যা ৩৫ জন। এর আগে কোন নিরাপত্তা কর্মী না থাকলেও সোমবার সকাল থেকে এখানে সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ জানিয়েছেন, ২০২১ সালে অবৈধভাবে ১৮টি ব্রাহমা জাতের গরু আমদানি হয়। সেগুলো এতদিন পরিচর্যার জন্য কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয়। তবে গত এপ্রিলে রমজান মাসে কয়েকটি শর্তে গরুগুলো জবাই করে কম মূল্যে বিক্রির জন্য সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন দায়িত্ব নেন। কিন্তু কোরবানির ঈদে সেই একই রকমের গরু তিনি বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া যায়। এছাড়া সেই গরুগুলো জবাই না করে প্রদর্শন করে বিক্রি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে এ অনুসন্ধান করা হচ্ছে। সাদিক অ্যাগ্রোর সঙ্গে সেখানকার কোনো কর্মকর্তা ও কর্মচারী জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

চেন্নাই টেস্টসহ টিভিতে আজ যা দেখবেন

চেন্নাই টেস্টসহ টিভিতে আজ যা দেখবেন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন ড. ইউনূস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App