যেভাবে টুকরো টুকরো করা হয় এমপি আনারের দেহ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৩:০১ পিএম
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহ কুচি-কুচি করার জন্য হত্যাকারীরা কিমা করার যন্ত্র ব্যবহার করেছিল বলে দাবি সিআইডির। তদন্তকারী জানিয়েছেন, এই ঘটনায় সিয়াম হোসেন কলকাতার নিউ মার্কেটের একটি দোকান থেকে দুই হাজার দুইশত টাকা দিয়ে কিমা মেশিন কিনেছিল।
হত্যার প্রমাণ নিশ্চিহ্ন করতেই কিমা করার যন্ত্র ব্যবহার করা হয়েছিল বলে সিআইডির দাবি। তারা দাবি করেছেন ওই যন্ত্রে পুরো মাংস কিমা করা যায়নি। তাই ছোট ছোট খণ্ড করেও তা ফেলা হয়েছিল নিউটাউনের সঞ্জিভা গার্ডেন সেপটিক ট্যাঙ্কে। আর সেপটিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কিলোগ্রাম মাংসখণ্ড উদ্ধারও করেছে সিআইডি।
সেগুলি মানুষের কি না, তা জানতে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।
চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে সংসদ সদস্য আনার বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। গোপাল পুলিশের কাছ থেকে আনারের লাশ উদ্ধারের খবর পান। আনার নিখোঁজ হওয়ার পর থানায় জিডি করেছিলেন গোপাল। তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোন তথ্য দিতে পারেননি।
নিউটাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও এইচডিএফ কর্মকর্তারা তদন্তে নেমেছেন। ওই আবাসনের সিসিটিভি ভিডিও তারা খতিয়ে দেখছেন তারা।
গত ১২ মে কলকাতায় এসেছিলেন আনার। আর ১৩ মে চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বেরিয়ে নিখোঁজ হন। পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে, নিউটাউনের ওই আবাসনে খুন হয়েছেন তিনি। সিআইডি তদন্তে নেমে প্রথমে বাংলাদেশের নাগরিক কসাই জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে। পরে গ্রেফতার করা হয় সিয়ামকে।
রাজ্য পুলিশের তথ্য ওপর নির্ভার করে বাংলাদেশের ঢাকা পুলিশ আমানুল্লা ওরফে শিমুল ভূঁইয়া, শিলাস্তি রহমান-সহ চার জনকে গ্রেফতার করে। তবে ওই ঘটনার মূল চক্রান্তকারী এবং সাংসদের বাল্য বন্ধু আখতারুজ্জামান শাহিন, ফয়জল এবং মুস্তাফিজুর পলাতক।
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার চাঞ্চল্যকর তথ্য ও ভিডিও একটি ছবি পাওয়া গেছে। ওই ছবি ও ভিডিওতে কলকাতার নিউ টাউনের সঞ্জীভা গার্ডেনসের ফ্লাটটিতে আনারের সঙ্গে সেদিন ঠিক কী ঘটেছিল তা প্রকাশিত হয়।