×

ভিডিও

১১ জন মিলে ১২ রানও করতে পারলো না, এটি কি টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৪, ১২:১৩ পিএম

ক্রিকেট বড় অদ্ভুত বৈচিত্রমইয়ী এক খেলা। কখনো কোন দল রান বন্যায় ভেসে যাচ্ছে কোন দল আবার কখনো কোন দল ১১ জন মিলেই ১৫ রান তুলতে ব্যর্থ হচ্ছে। একদিকে আইপিএলে ব্যাটারদের রান ফোয়ারায় দুশ্চিন্তায় আয়োজকরা, অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১২ রানে অলআউট হওয়ার বিরল ঘটনা ঘটেছে।

চীনের প্রতিবেশী দেশ মঙ্গোলিয়া মাত্র ১২ রানে সবগুলো উইকেট পড়ে গিয়েছে  জাপানের বিপক্ষে। তার মাঝে ৭ জন ব্যাটার রানের খাতাই খুলতে পারেনি। অবাক করা ব্যাপার হলো এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড নয়। 

ক্রিকেট বিশ্বের নতুন দেশ জাপানে খেলতে গিয়েছিল মঙ্গোলিয়া। দেশটির বিপক্ষে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে জাপান। এর আগে প্রথম ম্যাচে ৩৩ রানে অলআউট হয় মঙ্গোলিয়া। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে স্বাগতিকরা।

জবাবে ১০ রান তুলতে প্রথম ৫ উইকেট হারায় মঙ্গোলিয়া। আর বাকি ৫ উইকেট হারায় মাত্র ২ রানে। দলের ৭ ব্যাটার আউট হন শূন্য রানে। তাদের মাঝে তুর সুমায়া সর্বোচ্চ ৪ রান (১১ বলে) করেন। ৭ রানে ৫ উইকেট নেন জাপানের বাঁহাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড। ২০৫ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। 

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে ২য় সর্বনিম্ন রান তো বটেই, দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে মঙ্গোলিয়া। দলীয় স্কোর ১২তে নিয়ে যেতে তারা বল খেলেছে ৫০টি। ২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে সবচেয়ে কম ৩৭ বলে অলআউট হওয়ার রেকর্ড রুয়ান্ডার।

মঙ্গোলিয়ার নামের পাশে আরও একটি বিব্রতকর রেকর্ড রয়েছে। তাদের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৩১৪/৩ রানের রেকর্ড গড়ে নেপাল। ১২ রানে অলআউট, এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ড নয়। এর চেয়ে কম ১০ রানে আউট হওয়ার রেকর্ড আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চল আইল অব ম্যানের। এর আগে ২০২৩ সালে স্পেনের বিপক্ষে মাত্র ১০ রানে অলআউট হয়েছিল তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App