×

ভিডিও

দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম হেনরী ভুবনে আশ্রয় মিলবে নিঃস্ব-সঙ্গহীনদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৮:০১ পিএম

যাত্রা শুরু করেছে দেশের দেশের অন্যতম বৃহত্তম ও আধুনিক বৃদ্ধাশ্রম হেনরী ভুবন। ৩ মে  সিরাজগঞ্জ সদর উপজেলার গজারিয়ায় ‘হেনরী ভুবন বৃদ্ধাশ্রম’এর উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। এতে আশ্রয় মিলবে নিঃস্ব-সঙ্গহীন মানুষদের। সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরীর ব্যক্তিগত উদ্যোগে ৬ একর জায়গার উপর নির্মিত হয় এই বৃদ্ধাশ্রম। দ্বিতল আধুনিক ভবনে ৫৬টি কক্ষে ১১২ জনের  থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়াও এখানে  বিনোদনসহ  নানা সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়, জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেন, বর্তমান সরকার সকল গোষ্ঠী, শ্রেণি পেশার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে। সমাজের অনগ্রসর ও প্রান্তিক মানুষগুলোকে সমাজের ও উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে চেষ্টা করছে সরকার। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App