×

ভিডিও

মেসির ডাকে সাড়া দিয়ে মায়ামিতে ডি মারিয়া!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৪:৪৪ পিএম

বতর্মান সময়ের সেরা তারকা লিওনেল মেসিকে দলে ভিড়িয়ে বেশ আলোচনার জন্ম দেয় ইন্টার মায়ামি। গ্রহের সেরা ফুটবলার ব্যাকহামের এই ক্লাবটিতে যোগ দেয়ার পর পাল্টে যায় ক্লাবের চিত্র। এরপর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দেন আর্জেন্টাইন তারকার একসময়ের সতীর্থ সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এতে অনেকেই ডেভিড বেকহামের দলকে ডাকেন মিনি বার্সেলোনা নামে।

এবার বিশ্বকাপজয়ী মেসির আরেক সতীর্থকে দলে টানতে উঠে পড়ে লেগেছে ইন্টার মায়ামির কর্তৃপক্ষ। তিনি আর্জেন্টিনার সব শিরোপা জয়ের সারথি অ্যাঞ্জেল ডি মারিয়া।ইউরোপের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও জুভেন্টাসের জার্সিতে আলো ছড়িয়েছেন ৩৬ বছর বয়সী এই তারকা। চলতি মৌসুমে খেলছেন বেনফিকায়। পর্তুগিজ ক্লাবটির জার্সিতে এখন পর্যন্ত করেছেন ১৬ গোল।

জনপ্রিয় ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে মেসি-সুয়ারেজের সঙ্গী হিসেবে ডি মারিয়াকে দলে আনতে চাইছে মায়ামি। এরই মধ্যে আলাপ আলোচনা শুরু করেছে দুপক্ষ। চলতি মৌসুমে বেনফিকার সঙ্গে শেষ হবে আর্জেন্টাইন তারকার চুক্তির মেয়াদ।

এ ছাড়া আসছে কোপা আমেরিকা কাপের পর বিদায় বলবেন জাতীয় দলকে। আর এই সুযোগটাই নিতে চাইছে মায়ামি। তবে গুঞ্জন রয়েছে ক্লাব ফুটবলের ক্যারিয়ার বেনফিকাকেই শেষ করতে চাইছেন এ আর্জেন্টাইন।

গণমাধ্যমটি আরও জানিয়েছে, মায়ামি রয়েছে মেসি-সুয়ারেজের মতো তারকা ফুটবলার। তাদের পক্ষে প্রতিটি ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না। ফলে আক্রমণভাগে আরও একজন অভিজ্ঞ তারকাকে চাইছে ক্লাবটি। তাই ডি মারিয়াকেই বেশি পছন্দ দলটির কর্তাদের।

শেষ পর্যন্ত ডি মারিয়া রাজি হলে তিনি হবেন মেসির চতুর্থ পুরনো সতীর্থ। এ পর্যন্ত ৪৭৬ ম্যাচের ক্লাব ফুটবল ক্যারিয়ারে ১০০টি গোল করেছেন এ আর্জেন্টাইন। এই ফরোয়ার্ডকে আলভিসেলেস্তেদের লাকি চার্ম বলা হয়ে থাকে। 

ফাইনালে গোল করে মেসিদের জিতিয়েছেন একের পর এক শিরোপা। আর্জেন্টাইনরা ডি মারিয়াকে মনে রাখবে গুরুত্বপূর্ণ সময়ে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, আর্জেন্টিনাকে শিরোপা উল্লাসে মাতিয়ে তোলার জন্য।

২০০৮ অলিম্পিকে ডি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল মেসিরা। দীর্ঘ ২৮ বছর পর ব্রাজিলের বিপক্ষে করা তাঁর একমাত্র গোলেই মেসিরা পান কোপা আমেরিকার শিরোপাও। 

এমনকি ২০২২ সালে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেছিলেন তিনি। আর সর্বশেষ কাতার বিশ্বকাপের ফাইনালেও গোল করেছিলেন সাবেক এই রিয়াল তারকা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App