×

ভিডিও

লাপাতা লেডিস: গ্রাম্য সরলতার মাঝে বউ হারানোর মজার গল্প

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৪, ১০:৪৭ পিএম

এখন আলোচিত হিন্দি ছবি মানেই যেন সহিংসতা, যৌনতা। এসবের মধ্যে একমুঠো তাজা বাতাস নিয়ে এসেছে কিরণ রাও পরিচালিত ছবি ‘লাপাতা লেডিস’। প্রায় ১২ বছর পর পরিচালনায় ফিরলেন কিরণ। আর ফিল্মি ময়দানে নেমেই ছক্কা হাঁকালেন আমির খানের সাবেক স্ত্রী। বড় পর্দার পর এবার নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পরেই সমালোচকদের সুনাম কুড়িয়েছেন সবদিক থেকে। 

ছবিটি প্রযোজনা করেছেন আমির খান।তার সব ছবির সঙ্গে আবেগ, ভালোবাসা আর পরিশ্রম যে মিশে থাকে, তার সবচেয়ে বড় উদাহরণ ‘লাপাতা লেডিস’। এই ছবির আদ্যোপান্তজুড়ে আছে গ্রাম্য সরলতা। অনেক দিন পর এক নিটোল মিষ্টি প্রেমের গল্পের সাক্ষী হলেন দর্শক। 

তবে এই ছবির পরতে পরতে লুকিয়ে আছে সামাজিক বার্তা, নারীশিক্ষা, পুরুষের একাধিপত্য, নারীর অসহায়ত্ব, যন্ত্রণা ও অসম্মানের কথা। এই ছবি কোথাও কাঁদাবে, কোথাও হাসাবে, আবার কোথাও ভাবাবে। 

ছবির সবচেয়ে বড় সম্পদ এর গল্প। বিপ্লব গোস্বামীর গল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে কিরণ ছবিটি নির্মাণ করেছেন।ছবির চরিত্রগুলো কাল্পনিক হলেও ছবির গল্প আর তার আবেগ কোথাও চেনা।

গ্রামগঞ্জে বউবদলের ঘটনা নতুন কিছু নয়। আর এর পেছনে আছে নানান সামাজিক কুসংস্কার, রীতিনীতি আর নিয়মের বেড়াজাল। বাড়ির বউ মানেই একগলা ঘোমটা দিয়ে তাকে মুখ আড়াল করে থাকতে হবে। 

নির্মল প্রদেশ নামের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাহিনির শুরু। এক ভিড়ে ঠাসা ট্রেনে কয়েক জোড়া সদ্য বিবাহিত দম্পতি। সব নববধূর পরনে লাল শাড়ি আর অলংকার। এক হাত ঘোমটা টানা এই কনেদের চেনা দায়। এখানকার বধূদের নিজের স্বামী ছাড়া অন্য পুরুষকে মুখ দেখানো মানেই যে চূড়ান্ত সামাজিক অবক্ষয়। 

তাই ঘোমটা সরানোর আস্পর্ধা কারও নেই। এই ট্রেনেই যাত্রী নবদম্পতি দীপক কুমার আর ফুল কুমারী। মধ্যরাতে ঘুমচোখে দীপক অন্যের বউকে নিজের বউ ভেবে ট্রেন থেকে নেমে নিয়ে যায়। মানে সেই ‘ঘোমটা’র জন্য এই চরম বিভ্রান্তি। বেচারি সরল, ভোলাভালা ফুল কুমারী ট্রেনে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে। এদিকে দীপক জয়াকে নিজের বউ ভেবে বাড়িতে নিয়ে যায়। মূল এখান থেকে গল্পটা শুরু।

ছবির গল্প মূলত তিন চরিত্রকে ঘিরে বোনা হয়েছে। আর এই তিন চরিত্রেই তিন প্রায় অচেনা মুখ। স্পর্শ শ্রীবাস্তব (দীপক কুমার), নীতাংশি গোয়েল (ফুল কুমারী) আর প্রতিভা রাংটার (জয়া) অভিনয় মন ছুঁয়ে যাবে।এই তিন অভিনেতার মধ্যে খুঁজে পাওয়া যায় গ্রাম্য সরলতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App