×

ভিডিও

উত্তর কোরিয়া, রাশিয়া ও ইরানের সম্পর্ক আরও মজবুত, কপাল পুড়লো যুক্তরাষ্ট্রের!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ১২:৩৭ পিএম

মধ্যপ্রাচ্যজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই একদিকে ইরান সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল, আর অন্যদিকে রাশিয়া সফরে ইরানের প্রতিনিধি দল। আর উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করতে তেহরানের এমন দৌড়ঝাঁপ মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের।

গেল ২৪ এপ্রিল বুধবার উত্তর কোরিয়ার বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফরে যান। পরে উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদারে চুক্তি স্বাক্ষরিত হয়। আর এ কারণেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ব্যতিক্রমী এই সফরটি।

এক সফর নিয়ে আলোচনার রেশ না কাটতেই, সামনে এলো আরেক নতুন খবর। বুধবার ইরান ও রাশিয়ার নিরাপত্তা প্রধানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেন্ট পিটার্সবার্গে। পশ্চিমাদের একতরফা প্রভাব কমানোর লক্ষ্যে এই দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে ইরানের প্রতিনিধিদের এই দৌড়ঝাঁপকে কেন্দ্র করে উদ্বিগ্ন পাশ্চাত্যের পরাশক্তিগুলোও। আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন তিনটি দেশই একে অপরের ঘনিষ্ঠ মিত্র। তাদের এমন বন্ধুত্বে রীতিমতো ঘুম হারাম পশ্চিমাদের। বিশেষ করে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র যেন চোখে সর্ষেফুল দেখছে। 

শত্রুর শত্রু যেভাবে বন্ধু হয়- ঠিক যুক্তরাষ্ট্রের বিপরীতে এই তিনটি দেশ যেন তাই করলো। এসব প্রতিরক্ষা সহযোগিতা এশিয়া এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে বলেও আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিরোধী দেশগুলোর মধ্যে এই সম্পর্কের বলয়কে মারাত্মক হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্রের প্রশাসন।

এরইমধ্যে ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। বুধবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি পশ্চিম এশিয়া এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, আমরা রাশিয়ার সামরিক চুক্তিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং ‘রাশিয়া যদি ইরানকে অস্ত্র দেয় তাহলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে উঠবে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-উত্তর কোরিয়ার সম্পর্কে সেতুবন্ধন হিসেবে কাজ করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি। অন্যদিকে, ইরানকে এখন রাশিয়ার শীর্ষ সামরিক সহযোগী দেশ বলে মনে করে যুক্তরাষ্ট্র। এ অবস্থায় ইসরাইলের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ইরান অস্ত্র সরবরাহ ইস্যুতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আগ্রহী বলে মনে করা হচ্ছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App