×

ভিডিও

মানবেতর জীবন যাদের, হিট ওয়েভেও ছাড় নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ১০:১২ পিএম

পুরো পৃথিবী যখন উত্তপ্ত, চারিদিকে যতটুকু বাতাস, তাও গায়ে লাগার পর অগ্নিকুণ্ড ঘেঁষা গরম অনুভূত হয়। ঘরের অস্বাভাবিক গরম সহ্য করতে না পেরে বাইরে এসেও ঝলসে যাচ্ছে শরীর। যেন মরূদ্যানের উত্তাপ। 

সাধারণত কোন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর বাংলাদেশে এই মাত্রা ছাড়িয়ে ৪২ এ গিয়েছে। এমন অস্বস্তিকর, অসহনীয় গরমের মধ্যেও কেউবা জীবিকার তাগিদে, কেউবা পেশাগত দায়িত্ব পালনে, আর কেউ বা জানমালের নিরাপত্তায় খোলা আকাশের নিচে কাজ করে যাচ্ছেন। 

ঝড়-বৃষ্টি নিয়ে চিন্তা করলে না খেয়ে থাকতে হবে। তাইতো এই তাপদাহ উপেক্ষা করেও রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের এই মানুষগুলোকে। দায়িত্বশীলতার যায়গা থেকে নিজেকে সরানোর সুযোগ নেই। তাই তীব্র ঠাণ্ডা বা গরম যাই হোক রাস্তাতেই সশরীরে থাকতে হয় বলে জানাচ্ছিলেন এই পুলিশ সদস্য।

এদিকে তীব্র গরমে পরিবেশেরও পরিবর্তন ঘটছে। আর এই কারণে অসুস্থও হচ্ছে কর্মজীবী এসব মানুষরা। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App