×

ভিডিও

প্রচণ্ড গরম থেকে বাঁচতে কৃত্রিম কুয়াশা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম

তীব্র তাপপ্রবাহ চলছে এশিয়ার দেশগুলোতে। এরই মাঝেই মরতে শুরু করেছে মানুষ হিট স্ট্রোকে। পিচডালা রাস্তা গলতে শুরু বিভিন্ন জায়গায়। জাপানে গরমে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৫০ জনের। মধ্যটোকিওতে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। তাপমাত্রার পারদ ৪১ ডিগ্রি দেশটির অন্যতম শহর কুমাগায়াতে।

জাপানের সর্বোচ্চ তাপমাত্রা একেই ধরা হচ্ছে। বাড়ির বাইরে বেরোনো যাচ্ছে না। এ মৌসুমে বিগত কয়েক বছরের তুলনায় গরম পড়েছে অনেক বেশি। গরমের হাত থেকে বাঁচতে নতুন উপায় বের করেছে জাপান। গরমের হাত থেকে বাঁচতে সাহায্য নেয়া হচ্ছে মিস্ট টেকনোলজির। কী এই মিস্ট টেকনোলজি? সহজ বাংলায় বললে কুয়াশা প্রযুক্তি।

জাপান আবহাওয়া বিভাগের বক্তব্য, স্বাভাবিকের থেকে এ মৌসুমে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস বেশি। দুই হাজারেরও বেশি মানুষকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক বিশেষজ্ঞ সংবাদমাধ্যমকে জানান, তারা মিস্ট-স্প্রে করার মাধ্যমে গরমকে জয় করার চেষ্টা করছেন।

রাস্তায় টাঙানো হয়েছে কুয়াশা তৈরির যন্ত্র। বিশাল লম্বা তারের মধ্য দিয়ে কুয়াশা ছড়িয়ে দেয়া হচ্ছে। এতে গরম অনেকটাই কম অনুভূত হচ্ছে। রাস্তায় গরম প্রতিরোধক ব্যবস্থার মধ্যে মিস্ট টেকনোলজি সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে। যেটি তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনতে সক্ষম। 

এছাড়া গরমের মাত্রা অনুযায়ী আরও নানা ব্যবস্থা নেয়া হচ্ছে সে দেশে। মধ্যটোকিওর মারুনৌচি এলাকায় এ ব্যবস্থা চালু করা হয়েছে। টোকিও স্টেশনের কাছে অবস্থিত এই এলাকা। নাগরিকরা খুশি এই মিস্ট টেকনোলজিতে।

জাপানে ১২৫ বছর আগে রেকর্ড সংরক্ষণ শুরুর পর গত বছরের সেপ্টেম্বর ছিল সবচেয়ে উষ্ণ মাস। জাপানের আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, দেশটিতে সেপ্টেম্বর মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৬৬ ডিগ্রি সেলসিয়াস (৩৬.৭৮ ডিগ্রি ফারেনহাইট) বেশি ছিল। সংস্থাটির বিবৃতিতে বলা হয়, ১৮৯৮ সালে তাপমাত্রার রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে এটি ছিল দেশটির সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে দেশের মধ্যদিয়েও প্রবাহিত হচ্ছে তীব্র তাপদাহ। অসহনীয় গরমের কারণে এরই মাঝে স্কুল ও কলেজ ৭ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন,ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত বছর ঢাকায় সবচেয়ে বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App