×

ভিডিও

চোখের পানিতে বুক ভাসে, কিন্তু তাদের নিতে আসে না কেউই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০১:৪১ পিএম

এদের কারও মা নেই, কারও নেই বাবা, আবার কারোরই বাবা-মা কেউই বেঁচে নেই। তেমন স্বজন-পরিজনও নেই খোঁজ নেওয়ার। সহপাঠী বন্ধুরা ঈদের ছুটিতে চলে যেতেই নিজেদের কষ্ট যন্ত্রণা অনুভব করতে থাকে এই এতিম শিশুগুলো। কোন শান্তনায় মনে প্রবোধ মানে না, ভেঙে পড়ে কান্নায়। সারা বছর তারা কাঁদে না, শুধু ঈদ ঘিরেই বাঁধ ভাঙ্গা চোখের পানিতে বুক ভাসে তাদের।


এতিম এ শিশুরা জানে কেউ তাদের নিতে আসবে না, তাদের যাওয়ারও কোন জায়গা নেই। ঈদ আনন্দের রঙিন উচ্ছ্বাস, শিশুসুলভ হৈচৈ, খেলাধুলা এ শিশুদের ভাগ্যে জোটে না। পরিবার ছাড়া ঈদ আনন্দের সার্থকতাই বা কোথায়? 


আত্মকেন্দ্রিক সমাজের মানুষগুলো কখনও কি ভেবে দেখেছে, পিতা-মাতা হারিয়ে এসব অসহায়, নিঃস্ব এতিমরা কীভাবে ঈদের দিন কাঁটায়?


জীবনতো থেমে থাকে না। বহমান নদীর স্রোতের মতো ঈদ আসে ঈদ যায়। এ শিশুদের কাছে ঈদ অনেকটা সাদামাটা একটা দিন। 


ঈদের দিনের বিশেষ কোন রং নেই সেই সাথে নেই বাড়তি কোন বায়না। এভাবে কাটে রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার শিশুদের ঈদ।



আমাদের সমাজের উচ্চ শ্রেণির মানুগুলো যদি তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমনকি তারা যদি শুধুমাত্র তাদের যাকাত-ফিতরাও সঠিকভাবে দেয়, তবে এসব এতিমদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আর ভুলে যাবে পিতা-মাতা হারানোর কষ্ট।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App