×

ভিডিও

ঈদ বলতে যাদের জীবনে কিছুই নেই, পেট বাঁচাতেই খেতে হয় হিমশিম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪, ০৮:২৪ পিএম

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। এদিকে অভাব-অনটন যাদের নিত্যসঙ্গী তাদের কি আর ঈদ বলে কিছু আছে? কর্মস্থল থেকে বেতন পেতেই তো লেগে যায় অনেক সময়। ঈদ বোনাস যে কি জিনিস সেতো জানেই না খেটে খাওয়া সেই মানুষগুলো। ফলে তারা তাদের ঈদসহ আনন্দের দিনগুলো অতিবাহিত করেন সাধারণ দিনের মতোই। এদিকে সারা বছর দিনরাত পরিশ্রম করলেও বাড়তি আয়ের মুখ দেখা হয় না তাদের। আর যা আয় হয় তা দিয়ে পড়িবারসহ দুমুঠো ডাল ভাত খাওয়া যেনো হামাগুড়ি দিয়ে পাহাড় ডিঙ্গানোর মতো । 


তাই  ঈদ কোন দিক দিয়ে আসে আর যায় তাও জানেন না এই শ্রমজীবী মানুষগুলো। যেহেতু তাদের উপার্জিত অর্থে খেয়ে পড়ে বেঁচে থাকাই কষ্টসাধ্য তাই বাড়তি উপার্জন না হলে পরিবারের মুখে আনন্দের হাসি ফোটানো তো আকাশ কুসুম চিন্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App