জনমত সমীক্ষায় ট্রাম্পকে আরো পিছনে ফেললেন কমলা হ্যারিস!
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১০:৩৫ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প।
জনপ্রিয়তার বিচারে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরো পিছনে ফেলে এগিয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস! আমেরিকার ৪৯ শতাংশ ভোটদাতা প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। অন্য দিকে, ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪৫ শতাংশ ভোটার। ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ ও ইপসোস-এর জনমত সমীক্ষা অনুযায়ী এ তথ্য প্রকাশ করা হয়েছে।
আগামী ১০ সেপ্টেম্বর প্রথমবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবেন ট্রাম্প এবং কমলা। তার আগে জনমত সমীক্ষার এই ফল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের আরো উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে।
আরো পড়ুন : ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে সাইবার হামলা ইরানের
এর আগে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রয়টার্স-ইপসোসের যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল, সেখানে আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে কমলাকে সমর্থন জানিয়েছেন। অন্য দিকে, ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন ৪২ শতাংশ ভোটার। অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই প্রার্থীর ব্যবধান দুই থেকে বেড়ে চার শতাংশ।
সোমবার (১৯ আগস্ট) ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে (ন্যাশনাল কনভেনশন) যোগ দিতে শিকাগোয় পৌঁছেছেন কমলা। তার আগে পেনসিলভানিয়ায় প্রচারসভায় ট্রাম্পকে এক জন কাপুরুষ বলে মন্তব্য করেছিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা।
আমেরিকার ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম মহিলা প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি।