×

ভ্রমণ

নেপালের দুর্গম আমা দাবলাম পর্বত জয় করলেন নিশাত-রূপক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ০২:৪০ পিএম

নেপালের দুর্গম আমা দাবলাম পর্বত জয় করলেন নিশাত-রূপক
বিশ্বের কঠিনতম পর্বতশৃঙ্গ আমা দাবলামের চূড়ায় এবার বাংলাদেশের পতাকা ওড়ালেন এভারেস্টজয়ী দেশের প্রথম নারী পর্বতারোহী নিশাত মজুমদার ও পর্বতারোহী কাওছার রূপক। প্রতিকূল পরিবেশ আর নানা চড়াই-উৎরাই পেরিয়ে গত ২২ নভেম্বর সকালে আমা দাবলামের চূড়ায় আরোহণ করেন অভিযাত্রী নিশাত মজুমদার ও কাওসার রূপক। বিশ্বের কঠিনতম ও বিপজ্জনক শৃঙ্গগুলির মধ্যে অন্যতম এই আমা দাবলাম। এমনকি হিমালয়ের বহু ৭ বা ৮ হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গের চেয়েও এই শৃঙ্গে আরোহণ বেশি কঠিন বলে মনে করেন পর্বতারোহীরা। আমা দাবলাম শব্দটির অর্থ, মায়ের গলার সুন্দর হার। খাড়া পাথুরে দেয়াল, ক্রেভাসে ভরা বরফের ঢাল, প্রতিকূল আবহাওয়া সব মিলিয়ে আমা দাবলাম যেন আক্ষরিক অর্থেই হয়ে উঠেছে 'ভয়ংকর সুন্দর'। গত ৩০ অক্টোবর আমা দাবলামের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন নিশাত মজুমদার ও কাওসার রূপক। তাদের সঙ্গে ছিলেন 'ট্রেক উইথ নিশাত' বিজয়ী তহুরা সুলতানা রেখা। নবীন অভিযাত্রী এবং 'ট্রেক উইথ নিশাত'-এর এবারের আয়োজনে নির্বাচিত তহুরা সুলতানা রেখা আমা দাবলাম পর্বতের বেস ক্যাম্প পর্যন্ত অভিযান করেন। আর নিশাত মজুমদার ও কাওসার রূপক পর্বতের চূড়া অভিমুখে যাত্রা করেন। উল্লেখ্য, ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলি আমা দাবলাম আরোহণ করেন। অভিযাত্রী নিশাত মজুমদার এবং কাওসার রূপক দুজনই ঢাকা ওয়াসাতে কর্মরত। সবকিছু ঠিক থাকলে আজ সোমবার (২৭ নভেম্বর) নেপাল থেকে বাংলাদেশে ফিরবে অভিযাত্রী দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App