দেশে না ফিরে লন্ডনে সাকিব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাকিব আল হাসান
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ভারত সফরের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে টাইগারদের। ফলে পাকিস্তান সফরের পর দম ফেলার ফুরসত পাচ্ছে না বাংলাদেশ দল। আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবে শান্তবাহিনী। পাকিস্তানকে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই করে গত বুধবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট দলের বহর ছিল ১৬ জনের। কিন্তু দেশে ফিরেছেন ১৫ জন। দেশে ফেরেননি সাকিব আল হাসান। দেশে না ফিরে সাকিব ধরেছেন লন্ডনের ফ্লাইট। সেখানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। তাকে দলে নিয়েছে সারে।
পাকিস্তান সিরিজ শেষ করে দেশে ফিরলেও খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শান্তরা। এবার ভারত সফর করবে টাইগাররা। সেখানে খেলবে দুই ফরম্যাটের সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সেই অভিযান শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।
চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। পরবর্তীতে দুই দল ১২ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ। এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শিগগিরই ঘোষণা করা হবে বলে বিসিবির এক নির্বাচক নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। ১০ সেপ্টেম্বর মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।’
দলে কোনো ক্রিকেটারের ইনজুরির শঙ্কা আছে কি না, জানতে চাইলে এই নির্বাচক জানান, ‘কোনো সমস্যা নেই সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম।’
আগামী ১৫ সেপ্টেম্বর দুই টেস্ট এবং তিন টি-টোয়েন্টি খেলতে ভারত যাবেন টাইগাররা। সেদিনই ভারতে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে সাকিবের।
টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ। এমন জয়ের পর দলকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। শান্ত বললেন, সেখানে সুযোগ পেলে সাকিবের কথা বলবেন তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি, এটি ভিন্ন একটি ব্যাপার। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। এটা আমরা সবাই জানি যে, সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে প্রতিটি খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’
গত ৫ আগস্ট আদাবরে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের দায়ের করা মামলায় ১৫৬ জন আসামির তালিকায় ২৮ নম্বরে আছে সাকিবের নাম।
নিজের খারাপ দিনে অবশ্য সতীর্থদের পাশে পেয়েছেন সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নির্দোষ বলে দাবি করেছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হক শান্ত, শরীফুল ইসলাম ও এবাদত হোসেন। দলের বাইরে থাকা এনামুল হক বিজয় ও রুবেল হোসেনও সাকিবের পাশে দাঁড়িয়ে পোস্ট করেছেন।