×

খেলা

দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়ালেন আমিনুল হক

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়ালেন আমিনুল হক

কাগজ প্রতিবেদক : পাকিস্তান সফরে থাকা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম জড়িয়েছে হত্যা মামলায়। তবে অনেকেই মনে করছেন এই মামলা রাজনৈতিক হিংসার বহিঃপ্রকাশ। এই মামলা নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ ফুটবল দলের কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হক। সাকিব যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, এমনটাই চাওয়া জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিএনপির রাজনীতিতে সক্রিয় আমিনুল হকের।

এর আগে গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী রুবেল হত্যার ঘটনায় মামলা করেন তার বাবা রফিকুল ইসলাম। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরো অনেককে আসামি করা হয়েছে। মামলায় অভিযুক্ত হয়েছেন জাতীয় দলের তারকা ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকেও। পরবর্তীতে সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে দেশে ফিরিয়ে আনতে বিসিবিকে আইনি নোটিস পাঠান এক আইনজীবী। তবে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাবেন সাকিব। প্রয়োজনে বিসিবি তাকে আইনি সহায়তাও দেবে।

এদিকে সাকিবের এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের কিংবদন্তি গোলরক্ষক আমিনুল হক। বিএনপির রাজনীতি করায় গত সরকারের আমলে বারবার নির্যাতিত হয়েছেন তিনি। সাকিবের সঙ্গে একই রকম আচরণ যেন না করা হয়, সেটিই চাওয়া এই কিংবদন্তির। তিনি জানান, ‘আমি গত ১৫ বছর ধরে যে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছি, সেটি যেন আর কারো প্রতি না হয়। সাকিবের বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তবে এই মামলার সূত্র ধরে তাকে যেন কোনো প্রকার হয়রানি না করা হয়।’

সাকিবের পক্ষ নিলেও গত ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে সাকিব অপরাধ করেছেন বলে মনে করেন আমিনুল। তিনি বলেন, ‘সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করেছে। সে নির্বাচনটা না করলে তাকে হয়তো এত সমালোচনার শিকার হতে হতো না।’

এই মুহূর্তে পাকিস্তান সফরে থাকা সাকিব খেলেছেন রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও। এই টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১ উইকেট শিকারের পর ব্যাট হাতে করেছেন মাত্র ২ রান। এর আগে প্রথম টেস্টেও ব্যাট হাতে ব্যর্থ হলেও পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করেন। এর আগে প্রথম ইনিংসেও নিয়েছিলেন ১ উইকেট। এদিকে রাওয়ালপিন্ডিতে গতকাল ক্ষণিকের জন্য ফিরে এসেছিল অ্যাঞ্জলো ম্যাথুসের টাইমড আউট বিতর্কের স্মৃতি। ক্রিজে আসার সময় দেরি হয়ে যাওয়ায় পাকিস্তানের আবরার আহমেদ টাইমড আউটের ভয়ে দৌড়ে আসেন ক্রিজে। সে সময় সাকিব আল হাসানসহ অন্যরা মেতে ওঠেন হাস্যরসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে যুক্তিতে বাড়াতে চাওয়া হচ্ছে প্রবেশের বয়স

সরকারি চাকরি যে যুক্তিতে বাড়াতে চাওয়া হচ্ছে প্রবেশের বয়স

পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য দুই জেলায় যাচ্ছেন তিন উপদেষ্টা

পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য দুই জেলায় যাচ্ছেন তিন উপদেষ্টা

এত টাকা কীভাবে সরালেন সাবেক এই ভূমিমন্ত্রী!

এত টাকা কীভাবে সরালেন সাবেক এই ভূমিমন্ত্রী!

বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

বাংলাদেশের প্রশংসায় যা বললেন অশ্বিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App