×

খেলা

ফিফা প্রীতি ম্যাচ

উচ্চতা মানাতে বেগ পাচ্ছেন জামালরা

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : ভুটানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ইতোমধ্যেই দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন হাভিয়ার কাবরেরার শিষ্যরা। তবে উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে খানিকটা বেগ পেতে হচ্ছে জামাল ভূঁইয়াদের। গতকাল অনুশীলন শেষে এমনটিই জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও ডিফেন্ডার রহমত আলি। তারা জানান, উচ্চতার কারণে শ্বাস-প্রশ্বাসে একটু কষ্ট হচ্ছে।

ভুটানের বিপক্ষে আগামী বৃহস্পতিবার ও রোববার দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার দেশটিতে পৌঁছানোর পর এ নিয়ে তিন দিন প্রস্তুতি নিয়েছে দল। উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে প্রথম দিন হাইকিংও করেন জামাল-মিতুলরা। কিন্তু এখনো কন্ডিশনের সঙ্গে ঠিকঠাক মানিয়ে নিতে পারেনি তারা। অধিনায়ক জামালকে ভাবাচ্ছে প্রায় তিন মাস পর তাদের আন্তর্জাতিক ফুটবলে ফেরাটাও। কেননা মাঝের বিরতিতে ফিটনেস স্বাভাবিকভাবেই শতভাগ ধরে রাখা যায়নি। অন্যদিকে, মৌসুম চলমান থাকায় খেলার মধ্যেই ছিলেন ভুটানের খেলোয়াড়েরা। জামাল জানান, ‘আমরা জানি, ভুটানে মৌসুমের মধ্যবর্তী সময় চলছে, তো ওদের খেলোয়াড়রা সবাই ফিট আছে। কীভাবে রক্ষণ সামলাতে হবে, কীভাবে আক্রমণ করতে হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা জানি, এটা ভুটানের হোম গ্রাউন্ড, তো আমাদের একটু বেশি খেয়াল করতে হবে’।

সোহেল রানাও জানালেন, শ্বাস নিয়ে সমস্যায় ভুগছেন তারা। যে টার্ফে খেলা, সেই চ্যাংমিলিথাং স্টেডিয়ামের প্রথম অনুশীলন করার পর এই মিডফিল্ডারও শোনালেন ভালো ফলের আশাবাদ। রানা বলেন, ‘অবশ্যই ম্যাচগুলো জয়ের চেষ্টা করব। র‌্যাঙ্কিংয়ে যদি আমরা ভালো অবস্থানে থাকতে চাই, তাহলে জিততে হবে। অবশ্যই জয়ের জন্য মাঠে নামব। যে মাঠে খেলব, সেখানে প্রথম আমরা অনুশীলন করেছি। আমাদের শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। তবে আমরা এখনো দুই দিন সময় পাব এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য’।

মাঝের দুই দিনে ভুটানের প্রতিকূল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে দুই ম্যাচেই জয়ের লক্ষ্যপূরণের প্রশ্নে আশাবাদী ডিফেন্ডার রহমত মিয়াও।

তবে লম্বা সময় পর প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা কিছুটা হলেও ভাবাচ্ছে তাকে। রহমত বলেন, ‘অবশ্যই আমাদের লক্ষ্য ৬ পয়েন্ট, দেশে থাকতেই আমরা বলে এসেছি যে, ফিফা র‌্যাঙ্কিংয়ের জন্য এই দুইটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, সামনে যে এশিয়ান কাপ আছে, সেখানে পট-৩ তে থাকা গুরুত্বপূর্ণ, এ কারণে এই ৬ পয়েন্ট আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেটা নিয়েই দেশে ফিরতে চাই’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

মাজার হামলার প্রতিবাদে ৫ দফা দাবি গণপ্রতিরোধ যাত্রার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App