×

খেলা

লিভারপুল ছাড়ার ইঙ্গিত সালাহর

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : মৌসুমে দারুণ শুরুর ধারাবাহিকতায় হাইভোল্টেজ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন মোহাম্মদ সালাহ। ম্যানচেস্টার ইউনাইটেডকে গুঁড়িয়ে দেয়ার পথে একটি গোল করার পাশাপাশি দুটি গোলে সহায়তাও করলেন লিভারপুল তারকা। অসাধারণ এই জয়ের পর সবাইকে হতবাক করে দিয়ে সালাহ ইঙ্গিত দিলেন লিভারপুল ছাড়ার। তিনি বললেন, আগামী মৌসুমে এই ঠিকানায় তাকে নাও দেখা যেতে পারে।

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল লিভারপুলের ৩-০ গোলে জয়ের ম্যাচে প্রথমার্ধে লুইস দিয়াজের দুটি গোলে অ্যাসিস্ট করেন সালাহ, পরে দ্বিতীয়ার্ধে নিজেই দলের শেষ গোলটি করেন। ওল্ড ট্র্যাফোর্ডে দাপুটে এই জয়ের পর স্কাই স্পোর্টসকে নিজের ভবিষ্যৎ ভাবনা জানান মিসরের স্ট্রাইকার। তিনি বলেন, ‘খুব ভালো একটা গ্রীষ্ম কেটেছে আমার, লম্বা একটা সময় ধরে নিজেকে নিয়ে এবং ইতিবাচকভাবে ভাবতে পেরেছি। আপনারা জানেন, এই ক্লাবে এটাই আমার শেষ বছর। আমি শুধু সময়টা উপভোগ করতে চাই। এসব নিয়ে ভাবতে চাই না। মনে হচ্ছে, আমার ফুটবল খেলায় কোনো বাধা নেই এবং আগামী বছর কী হয়, দেখা যাবে’।

পরক্ষণে ৩২ বছর বয়সি সালাহর কথায় যেন একটু অভিমানের ছোঁয়াও ফুটে উঠল। অভিমানী সালাহ বললেন, ‘ক্লাবের কেউ এখনো আমার সঙ্গে চুক্তি নিয়ে কথা বলেনি।

তাহলে ঠিক আছে, আমি এখানে আমার শেষ মৌসুম খেলব এবং মৌসুম শেষে দেখা যাবে কী হয়। বিষয়টা আমার ওপর নির্ভর করছে না’। এবারের লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে প্রতিটিতেই জালের দেখা পেয়েছেন সালাহ। তার দলও জিতেছে সব ম্যাচ। ম্যানচেস্টার সিটির সমান ৯ পয়েন্ট নিয়ে আছে লিগ টেবিলের দুইয়ে। ২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেয়ার পর, ‘অল রেড’ খ্যাত দলটির হয়ে ৩৫২ ম্যাচ খেলে ২১৪টি গোল করেছেন সালাহ, সঙ্গে অ্যাসিস্ট করেছেন ৯২টি। একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ জিতেছেন আরো কয়েকটি শিরোপা।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব সালাহকে পেতে আগ্রহী। তবে এ নিয়ে বেশি কিছু জানায়নি সংবাদমাধ্যমটি। সালাহ ছাড়াও চলতি মৌসুম দিয়ে লিভারপুলে চুক্তি শেষ হবে আরো দুই খেলোয়াড়ের। ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক এবং লিভারপুলের একাডেমি থেকে ওঠে আসা ইংলিশ ফুটবলার ২৫ বছর বয়সি ট্রেন্ট-অ্যালেকজ্যান্ডার আর্নল্ড। চুক্তি নবায়ন না হলে, তিনজনই চলতি মৌসুম শেষে অ্যানফিল্ড ছেড়ে যাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App