×

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

সাবিনাদের গ্রুপে ভারত পাকিস্তান

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : গতমাসেই নেপালকে হারিয়ে সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ। শিরোপা জয়ের রেশ কাটতে না কাটতেই আবারও দক্ষিন এশিয়া ফুটবলের আরেকটি বড় টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। এবার লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন বাংলাদেশ নারী ফুটবল দল। আসন্ন সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সাবিনাদের গ্রপে রয়েছেন ভারত ও পাকিস্তান। আগামী অক্টোবরে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে প্রতিযোগিতাটি।

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সর্বশেষ আসরে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল সাবিনা খাতুনরা। এবার শিরোপা ধরে রাখার মিশনে আবারও নেপালে যাবেন সাবিনারা। সাত দল নিয়ে হওয়া আসরে এবার ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে পাকিস্তান ও রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবেন সাবিনারা। নেপালের দশরথ স্টেডিয়ামে আগামী ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্ধী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে গতবারের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২৩ অক্টোবর তারা মুখোমুখি হবে ভারতের। অন্যদিকে স্বাগতিক নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে রয়েছে ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে স্বাগতিক নেপাল।

এই গ্রুপে একমাত্র তাদেরই পাঁচবার ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে। আগামী ২৭ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। ৩০ অক্টোবরের ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে দশরথ স্টেডিয়ামে।

এদিকে বাংলাদেশ নারী ফুটবলারদের সঙ্গে বাফুফের মাসিক বেতনের চুক্তি শেষ হয়েছে ৩১ আগস্ট। সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই সিনিয়র কয়েকজন নারী ফুটবলার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় যান। তাদের সঙ্গে ছিলেন বৃটিশ কোচ পিটার বাটলার, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। নারী ফুটবলারদের চুক্তি, সাফ প্রস্তুতি নিয়ে মূলত আলোচনা হয়েছে। আসন্ন সাফে সেটা ধরে রাখার চ্যালেঞ্জ সাবিনাদের সামনে। এজন্য প্রস্তুতি ম্যাচের কথা জানানো হলেও বাফুফের বর্তমান আর্থিক সক্ষমতায় সেটা কঠিনই বলে জানিয়েছেন বাফুফে। এছাড়া নারী ফুটবলাররা চুক্তির মেয়াদ বৃদ্ধির দাবি জানান। বাফুফের বর্তমান নির্বাহী কমিটির মেয়াদ ২৬ অক্টোবর পর্যন্ত। বাফুফে সভাপতি এই সময় পর্যন্ত নারীদের চুক্তি নবায়নের কথা জানান। দেশের সামগ্রিক প্রেক্ষাপটে বেতন বৃদ্ধি না হলেও আরো দুই মাস চুক্তি বাড়ায় নারীরা সন্তুষ্ট বলেই জানিয়েছেন।

এর আগে বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে বুধবার স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে লাল-সবুজের দল। বাংলাদেশ দলের দুর্দান্ত এই সাফল্যের পুরস্কার হিসেবে আর্থিক বোনাস দেয়ার প্রতিশ্রæতিও দিয়েছে অন্তবর্তীকালীন সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App