সিন্ডিকেটমুক্ত ক্রীড়াঙ্গন চান উপদেষ্টা
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : নতুন সরকার গঠনের পর সব জায়গায় সংস্কার প্রক্রিয়া চলছে। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়। এরই মধ্যে দেশের সব উপজেলা, জেলা ও বিভাগীয় সংস্থা ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করতে বলা হয়েছে। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেখানে ক্রীড়া সাংবাদিকদের কাছ থেকে দুর্নীতি, অনিয়ম ও মাঠের খেলা নিয়মিতকরণ ছাড়াও নানা মতামত উঠে এসেছে। সবার কথা শুনে ক্রীড়া উপদেষ্টা নিজেও মত দিয়েছেন। নিজের মতামত ব্যক্ত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনের সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়ম দমনে সাংবাদিকদের সহায়তা চান ক্রীড়া উপদেষ্টা।
মতবিনিময় সভায় গতকাল ক্রীড়াঙ্গনে দুর্নীতি-অনিয়ম নিয়ে নানা ব্যাখ্যা দিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, ‘দুর্নীতি মূলত হয় সিন্ডিকেট গঠন করার কারণে। প্রতিটি জায়গায় যাদের দায়িত্ব দেয়া হয় তারা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে ফেলে। সেভাবেই নিজেদের মধ্যে ভাগভাটোয়ারা করে। আমরা তো প্রতিটি জায়গায় কিংবা উপজেলায় ধরে ধরে ঠিক করতে পারব না। সেই জায়গায় সিন্ডিকেট যেন না হতে পারে সেই ব্যবস্থা হিসেবে স্থানীয় ক্রীড়া সংগঠক, ছাত্র প্রতিনিধি রেখেছি। উপজেলাগুলোতে যারা ছাত্র প্রতিনিধিরাই ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করে। তাদের রাখা হচ্ছে। আমাদের নির্দেশনা সাবেক ক্রীড়া সাংবাদিকও যেন থাকে। প্রতিটি জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে।’
এদিকে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের আহ্বান জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘আপনারা ইতোপূর্বে অনুসন্ধানী প্রতিবেদন করেছেন। আশা করি সামনেও করবেন। শুধু খেলোয়াড় কী করলেন, কী খেলেন এর বাইরেও খেলার অনিয়ম-অসঙ্গতি অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে তুলে আনবেন। আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।’
এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দিকটি নিয়ে পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘দর্শক হিসেবে আগে দেখেছি থাম্বলাইন ও শিরোনাম এক রকম আর কন্টেন্ট অন্যরকম। অনেক প্রতিবেদন দেখেছি অনুমাননির্ভর, যা খেলার আগে খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করে।’
ক্রীড়া উপদেষ্টার বক্তব্য শেষ করার পর দুজন সাংবাদিক বঙ্গবন্ধু ও কমলাপুর স্টেডিয়ামের পরিবেশের বিষয়টি উত্থাপন করেন এবং ক্রীড়া উন্নয়নের আগে ক্রীড়া পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেছেন, ‘আমি বাইরের কোনো মানুষ নই, এই সমাজেরই একজন। স্টেডিয়াম এলাকায় এর আগেও গিয়েছি। এখনো আসছি। আমি খবর না দিয়ে আকস্মিক পরিদর্শন পছন্দ করি। এতে প্রকৃত চিত্র পাওয়া যায়।’ ক্রীড়া সাংবাদিকদের মতামত, পর্যবেক্ষণ ও অভিযোগ শুনে সবার শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‘আপনাদের গঠনমূলক মন্তব্য আমরা পর্যালোচনা করব। ক্রীড়াঙ্গনে আপনারা দীর্ঘদিন ধরেই রয়েছেন। আপনাদের পর্যবেক্ষণকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি।’