×

খেলা

মেসির অভাব বুঝতে দেননি সুয়ারেজ

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেসির অভাব বুঝতে দেননি সুয়ারেজ

কাগজ ডেস্ক : মেজর লিগ সকারে গতকাল শিকাগো ফায়ার এফসির বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয় পায় মেসিহীন ইন্টার মায়ামি। গতকাল জোড়া গোল করে মেসির অভাব পূরণ করেছে তারই বন্ধু এবং সতীর্থ লুইস সুয়ারেজ। এছাড়া মায়ামির হয়ে গতকাল গোল করেছেন ড্যানিশ ফরোয়ার্ড তবিয়াস সালকুইস্ট ও ফিনিশ ফরোয়ার্ড রবার্ট টেইলর। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি। এরপর থেকে এখন পর্যন্ত মাঠের বাইরেই রয়েছেন তিনি। গতকাল ভক্তরা মায়ামির হয়ে মাঠে মেসির অভাববোধ করলেও সেটি অনেকটাই পূরণ করতে পেরেছেন লুইস সুয়ারেজ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল ওয়েস্টহামের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির হয়ে হ্যাটট্রিক করেছেন নরওয়েজিয়ান তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড। লা লিগায় গতকাল রিয়াল ভায়াদলিদকে ৭-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে গতকাল হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার রাফিনিয়া।

গতকালের ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল মেসির। অনুশীলনেও ফিরেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু এরপরও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি তার। এখনো পুরোপুরি ফিট না হওয়ায় মেসির মাঠে নামার অপেক্ষা আরো একটু বাড়ল। কিন্তু মেসি নেই তো কী হয়েছে, লুইস সুয়ারেজ তো আছেন। বন্ধুর অনুপস্থিতিতে ইন্টার মায়ামিকেও টেনে নিয়ে যাচ্ছেন এই উরুগুইয়ান তারকা। শিকাগোর বিপক্ষে জোড়া গোল করেছেন সুয়ারেজ। আর মায়ামি জিতেছে ৪-১ গোলের ব্যবধানে। গত ১ জুন থেকেই ইন্টার মায়ামির হয়ে মাঠে নামা হয়নি মেসির। মেসির অনুপস্থিতি দলের খেলায় কেমন প্রভাব ফেলে, সেটা নিয়েও ছিল দুশ্চিন্তা। তবে মেসিকে ছাড়া লিগস কাপ থেকে ছিটকে গেলেও, মেজর লিগ সকারে (এমএলএস) ভালোই করেছে ইন্টার মায়ামি। আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়াই প্লে-অফের টিকেট নিশ্চিত করেছে তারা।

আর মেসির অনুপস্থিতিতে এখন তার অভাব মেটাচ্ছেন সুয়ারেজই। শেষ দুটি ম্যাচেই করেছেন জোড়া গোল। এর আগে সিনসিনাটির বিপক্ষেও জোড়া গোল করেছিলে সুয়ারেজ। কোপা আমেরিকা থেকে ফিরে ৭ ম্যাচে ৬ গোল করেছেন এই স্ট্রাইকার। সুয়ারেজ ফেরার পর চার ম্যাচের প্রতিটি লিগ ম্যাচে জিতেছে মায়ামি। ঘরের মাঠে শিকাগো অবশ্য আক্রমণ ও বল দখলে পাল্লা দিয়েছে মায়ামির সঙ্গে। সুযোগ তৈরিতেও ছিল কাছাকাছি অবস্থানে। তবে সুযোগ কাজে লাগানোয় বাজিমাত করেছে মায়ামি। যদিও ২৫ মিনিটে মায়ামির পাওয়া প্রথম গোলটি ছিল আত্মঘাতী।

বিরতির পর ৪৬ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন সুয়ারেজ। ৮২ মিনিটে এক গোল শোধ করে শিকাগো। তবে শেষ দিকে রবার্ট টেলর মায়ামির হয়ে গোল করলে নিশ্চিত হয় শিকাগোর বড় হার। এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান অবস্থান আরো সুদৃঢ় করল মায়ামি। ২৭ ম্যাচে ১৮ জয়, ৫ ড্র ও ৪ হারে মায়ামির পয়েন্ট এখন ৫৯। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট সমান ম্যাচে ৫১। ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘প্রথম গোলের পর ম্যাচ শেষ হওয়ার ১০ বা ১২ মিনিট আগ পর্যন্ত ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে ছিল। এরপর আমরা কিছুটা পিছিয়ে পড়ি। তবে রবার্ট টেলরের গোলে ম্যাচটা আমরা নিজেদের করে নিতে সক্ষম হই। আর এই ম্যাচে মাঠে সেরা খেলোয়াড় ছিল সুয়ারেজ।’

এদিকে লা লিগায় গতকাল রিয়াল ভায়াদলিদকে ৭-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে গতকাল হ্যাটট্রিক করেছেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার রাফিনিয়া। প্রথমার্ধে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়া বার্সেলোনা বিরতির পর জালের দেখা পায় আরো চারবার। রাফিনিয়ার তিনটি ছাড়া একটি করে গোল করেন রবের্ত লেভানদোভস্কি, জুল কুন্দে, দানি ওলমো ও ফেররান তরেস। ওলমোর দুটি ও লেভানদোভস্কির একটি শট পোস্টে বাধা না পেলে ব্যবধান হতে পারত আরো বড়। আসরে প্রথম চার ম্যাচেই জিতল হান্সি ফ্লিকের দল। আগের তিন ম্যাচেই জিতেছিল ন্যূনতম ব্যবধানে, ২-১ গোলে। এবার পরিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরে বড় জয় পেল তারা। গোল না পেলেও ম্যাচজুড়ে দারুণ খেলেন লামিনে ইয়ামাল। দুটি গোলে অবদান রাখেন ১৭ বছর বয়সি এই উইঙ্গার। দলের প্রথম চার ম্যাচেই অন্তত একটি গোল কিংবা অ্যাসিস্ট করলেন তিনি। আগের ম্যাচে বদলি নেমে, অভিষেকে গোল করে দলকে জেতানো ওলমো এবার জায়গা পান শুরুর একাদশে। চতুর্থ মিনিটে গোলও পেয়ে যেতে পারতেন তিনি। ছয় গজ বক্সের বাইরে থেকে তার ডান পায়ের ভলি পোস্টে লাগে। দশম মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার জোরাল নিচু শট ভায়াদলিদ গোলরক্ষক ঠেকানোর পর কাছ থেকে জালে পাঠান ওলমো, কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রপ্তানি বন্ধ, তবু যে কারণে কমছে না ইলিশের দাম

রপ্তানি বন্ধ, তবু যে কারণে কমছে না ইলিশের দাম

শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস

শুটিংয়ে ফিরলেন অপু বিশ্বাস

অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

অবশেষে দলের সঙ্গে যোগ দিলেন সাকিব

শেরপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, পিকআপে আগুন

শেরপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, পিকআপে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App