ব্রেকিং |
এমবাপ্পেকে নিয়ে আশাবাদী আনচেলত্তি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : পিএসজি থেকে রিয়াল মাদ্রিদে রেকর্ড ১৬২ মিলিয়ন সাইনিং বোনাস নিয়ে এই মৌসুমেই যোগ দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। কিন্তু স্প্যানিশ জায়ান্টদের হয়ে এখনো জ¦লে উঠতে পারেননি তিনি। তবে এমবাপ্পের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তিনি মনে করেন, গোলের দেখা না পেলেও ফরাসি এই স্ট্রাইকারের পারফরম্যান্সে তিনি সন্তুষ্ট।
চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার লিগ জিতে আসা রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমের প্রথম তিন ম্যাচের ২টিতেই পয়েন্ট হারিয়েছে। তাও আবার কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বসেরা ফুটবলার থাকা সত্ত্বেও। তবে এ নিয়ে চিন্তিত নন কোচ কার্লো আনচেলত্তি। মায়োর্কার সঙ্গে ড্রয়ের পর ভায়াদোলিদের বিপক্ষে জয়, তৃতীয় ম্যাচে লাস পালমাসের সঙ্গে আবার পয়েন্ট হারায় আনচেলত্তি বাহিনী। রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক বিরতিতে যাবে দলগুলো। এরই মধ্যে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনা।
পিএসজি থেকে রিয়ালে নাম লেখানোর পর এমবাপ্পের পারফরম্যান্সে ধার বাড়বে, এমনটাই প্রত্যাশিত ছিল। রদ্রিগো, ভিনিসিয়ুস জুনিয়র ও এমবাপ্পের আক্রমণে ভেঙে পড়ার কথা প্রতিপক্ষের রক্ষণ। তবে সে অনুযায়ী দলকে সার্ভিস দিতে পারছেন না ফরাসি তারকা। এতে বেশ সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে তাকে। সতীর্থকে বল পাস না দিয়ে একক প্রচেষ্টায় গোল করার অভিযোগও করেছেন সমর্থকরা। তবে এসব নিয়ে ভাবছেন না আনচেলত্তি। রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আমার মতে এমবাপ্পে ভালো করছে। সে খুবই ভয়ংকর একজন খেলোয়াড়। তবে এটা সত্যি সে লিগে এখনো কোনো গোল করতে পারেনি। আক্রমণভাগে এমবাপ্পে ভালো কিছু দেখাচ্ছে এবং আমি মনে করি দলের সঙ্গে মানিয়ে নিতে তার কোনো সমস্যা হচ্ছে না। আর আমি আগেও বলেছি আমাদের রক্ষণে আরো মনোযোগ দিতে হবে’। লা লিগায় রিয়ালের শুরুটা ভালো না হওয়া নিয়ে আনচেলত্তি বলেন, ‘সমালোচনা খুবই স্বাভাবিক, কারণ এই দলের কাছে সবার প্রত্যাশা থাকে সর্বোচ্চ। মৌসুমের শেষ পর্যন্ত সমালোচনার শিকার হতেই থাকবে। এটা আমাদের জন্য একদমই সাধারণ। দলের ফর্মে আমরা খুশি নই অবশ্যই। তবে বার্সেলোনার চেয়ে পিছিয়ে পড়ে নয়। আমরা খুশি নই কারণ, আমরা এখনো পর্যন্ত ভালো খেলিনি’।
এদিকে আন্তর্জাতিক বিরতির পরই শুরু হতে হবে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে মুখোমুখি হতে হবে লিভারপুলের। এছাড়াও গতবারের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখিও হতে হবে গ্রুপ পর্বে। অন্যদিকে বার্সেলোনাকে খেলতে হবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। কোচ হ্যান্সি ফ্লিক এবার শত্রæ হয়েই যাবেন মিউনিখে। ফ্লিকের অধীনেই ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে জার্মান জায়ান্টরা।