×

খেলা

সিরিজ জয়ের পথে ইংলিশরা

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে ২য় টেস্টে জয়ের মাধ্যমে সিরিজ জয়ের পথে এগোচ্ছে ইংলিশরা। নিজেদের দুই ইনিংসে তিনটি সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়ে তারা। ১ম ইনিংসে জো রুট এবং গাস অ্যাটকিনসনের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৪২৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৯৬ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা। এদিকে নিজেদের ২য় ইনিংসে জো রুটের আরো একটি সেঞ্চুরিতে ভর করে ২৫১ রানের ইনিংস খেলে অলি পোপের দল। জবাবে ব্যাট করতে নামা লঙ্কানদের রান এ রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেটে ২০০। তার মানে এখনো ২৮৩ রানে পিছিয়ে আছে তারা। ফলে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি ইংলিশদের সামনে। ম্যাচের সর্বশেষ দিন আজ প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে লঙ্কানদের। গতকাল লঙ্কানদের হয়ে দুটি হাফ সেঞ্চুরির দেখা পেয়েছিলেন দিমুথ করুনারতেœ এবং দিনেশ চান্ডিমাল। এছাড়া অন্যরা কেউ থিতু হয়ে দাঁড়াতে পারেননি মাঠে। দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট (রিপোর্ট লিখা পর্যন্ত) নিয়েছেন গাস অ্যাটকিনসন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন অলি স্টোন ।

লর্ডসে ইংলিশদের বিরাট রান সংগ্রহের কারিগর জো রুট। যিনি দুটি সেঞ্চুরিতে মোট রান তুলেছেন ২৪৬ রান। তার পাশে দাঁড়িয়েছিলেন গাস অ্যাটকিনসন। ১১৫ বলে ১১৮ রানের দুর্দান্ত ইনিংসটি খেলে ইংলিশদের রানের পাহাড় গড়ে দেন তিনি। ম্যাচে দুটি সেঞ্চুরি করে সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুককে টপকে ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন অভিজ্ঞ ব্যাটার জো রুট। লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ৩৪তম সেঞ্চুরি তুলে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ শতকের রেকর্ড গড়েন রুট। এতে ভেঙে যায় কুকের ৩৩ সেঞ্চুরির রেকর্ড। রুটের রেকর্ড সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কাকে ৪৮৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দিয়েছে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নামা লঙ্কানদের রান এ রিপোর্ট লিখা পর্যন্ত ৭ উইকেটে ২০০। তার মানে এখনো ২৮৩ রানে পিছিয়ে আছে। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪২৭ রানের জবাবে ১৯৬ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংস থেকে পাওয়া ২৩১ রানের লিডকে সঙ্গে নিয়ে দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫১ রান তুলে শ্রীলঙ্কাকে বড় টার্গেট ছুড়ে দেয় ইংল্যান্ড। এ টেস্টের প্রথম ইনিংসে ১৪৩ রান করে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৩ সেঞ্চুরিতে কুককে স্পর্শ করেছিলেন রুট। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০টি চারে ১২১ বলে ১০৩ রান করে কুককে টপকে যান তিনি। এক সেঞ্চুরিতে কুককে টপকে যাবার পাশাপাশি আরো অনেক কীর্তিও গড়েছেন রুট। চতুর্থ ব্যাটার হিসেবে লর্ডসের ভেন্যুতে টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব গড়েন তিনি। রেকর্ড সেঞ্চুরি গড়তে ১১১ বল খেলেন রুট। টেস্ট ক্যারিয়ারের ৩৪ সেঞ্চুরির মধ্যে এটিই দ্রুততম শতক তার। লর্ডসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ সাত সেঞ্চুরির মালিকও হয়েছেন রুট। সেই সঙ্গে এই ভেন্যুতে সর্বোচ্চ ২০২২ রান এখন তার। পেছনে পড়ে গেল গ্রাহাম গুচের ২০১৫ রান। ঘরের মাঠে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানে কুককে পেছনে ফেলেছেন রুট। কুকের ৬৫৬৮ রান টপকে রুট এখন পর্যন্ত করেছেন ৬৭৩৩। তিন ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরির হাফ সেঞ্চুরি করেছেন রুট। ৩৪৮ ম্যাচে ৫০ সেঞ্চুরি আছে তার। টেস্টে ৩৪টি ও ওয়ানডেতে ১৬টি সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেন্সর বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা

সেন্সর বোর্ড ও শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য হলেন নওশাবা

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

শেখ হাসিনার পতনের চল্লিশায় বিশ্ববিদ্যালয়ে নৈশভোজ

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি, জানা গেলো সবার নাম

অতিরিক্ত ডিআইজিসহ ৪৫ পুলিশ কর্মকর্তাকে বদলি, জানা গেলো সবার নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App