×

খেলা

লঙ্কানদের বিপক্ষে মেয়েদের দল ঘোষণা

Icon

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেটের ‘এ’ দল। যেখানে দুই ম্যাচের একটি ওয়ানডে সিরিজ এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। দুটি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ১৫ সদস্যের ‘এ’ দলে অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে রাবেয়া খানকে। আগামী ৮ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে ২ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। অন্যদিকে ১২ সেপ্টেম্বর লঙ্কানদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে বাংলার মেয়েরা।

দুই ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ নারী ‘এ’ দল। নাম পরিবর্তন হলেও জাতীয় দলের প্রায় সবাই আছেন এই সফরে। তবে পরিবর্তন হয়েছে অধিনায়ক। নিগার সুলতানার পরিবর্তে এই সফরে নেতৃত্ব পেয়েছেন রাবেয়া খান। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেয়া এই সফরে আছেন জাতীয় দলের নিগার সুলতানা, নাহিদা আক্তার, জাহানারা আলমসহ অভিজ্ঞ অনেকেই। বর্তমান ফর্ম বিবেচনায় ভালো অবস্থানে রয়েছেন স্পিনার রাবেয়া। তাই তার ওপর আস্থা রেখেছে বিসিবি। দলে সুযোগ পেয়েছেন তাজ নেহার। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে ৮ ম্যাচে ২৩৪ রান করে সাড়া জাগিয়েছিলেন তিনি। এছাড়া ফিরেছেন শামিমা সুলতানা। অসুস্থতার কারণে লম্বা সময় তিনি ছিলেন জাতীয় দলের বাইরে। দুই ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ১০ সেপ্টেম্বর। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।

সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোতে। ২য় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৩ সেপ্টেম্বর।

বাংলাদেশের মাটিতেই অনুষ্ঠিত হওয়ার কথা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। তবে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি সরে যায় সংযুক্ত আরব আমিরাতে। বর্তমানে রাজশাহীতে চলছে মেয়েদের জাতীয় লীগ। এটিই ছিল বিশ্বকাপ প্রস্তুতির প্রাথমিক ধাপ। বিশ্বকাপ প্রস্তুতির দ্বিতীয় ধাপ হিসেবে নিজেদের ঝালিয়ে নেয়ার লক্ষ্যেই লঙ্কানদের বিপক্ষে সিরিজ দুটি খেলবে বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি বিশ্বকাপ বলেই লঙ্কা সফরে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ফলে ফরম্যাটের সঙ্গে আরো বেশি অভ্যস্ত হয়ে উঠবে তারা।

একনজরে বাংলাদেশ ‘এ’ দল : রাবেয়া খান (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, নাহিদা আক্তার, নিগার সুলতানা, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাবিকুন নাহার জেসমিন, শামিমা সুলতানা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

ডেঙ্গুতে মৃত্যু আরো ১ জনের

ডেঙ্গুতে মৃত্যু আরো ১ জনের

চীন-চট্টগ্রাম রুটে প্রথম সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর

চীন-চট্টগ্রাম রুটে প্রথম সরাসরি জাহাজ চলাচল শুরু, ৯ দিনে নোঙর

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ করলেন মোদি

ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ করলেন মোদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App