×

খেলা

সাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাফজয়ীদের আর্থিক পুরস্কার বন্যার্তদের দেয়ার অনুরোধ

কাগজ প্রতিবেদক : নেপালকে তাদের মাঠেই হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর গতকাল বিকালে দেশে ফিরেছে কোচ মারুফুল হকের দল। বিমানবন্দরেই তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন বাফুফে কর্মকর্তারা। বিমানবন্দর থেকে ফুটবলারদের সোজা নিয়ে আসা হয় জাতীয় ক্রীড়া পরিষদে। যেখানে ফুটবলারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত ওই সাক্ষাৎকার অনুষ্ঠানে সাফজয়ী বাংলাদেশ দলের ফুটবলারদের জন্য আর্থিক পুরস্কারেরও ঘোষণা দেন ক্রীড়া উপদেষ্টা। দলের প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন তিনি।

২৩জন ফুটবলারসহ সাফজয়ী দলের মোট সদস্য ৩৪ জন। বাকিরা কোচ এবং কর্মকর্তা। সে হিসেবে পুরো দলের জন্য প্রায় সাড়ে ৮ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। তবে, সাফজয়ী দলের জন্য ঘোষিত এই অর্থের পুরোটা বন্যায় ক্ষতিগ্রস্থদের জন্য দান করে দেয়ার অনুরোধ জানিয়েছেন কোচ মারুফুল হক।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল বিকাল সাড়ে ৪টার পর নেপাল থেকে ঢাকায় পৌঁছায়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে গণমাধ্যমের সামনে আসেন সাড়ে ৫টার দিকে। দলটির কোচ মারুফুল হক, নিয়মিত অধিনায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবন, টুর্নামেন্টের সেরা গোলরক্ষক আসিফ ও সেরা খেলোয়াড় মিরাজুল ইসলাম প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। দেশের অন্যতম সেরা কোচ মারুফুল হক এই ফুটবলারদের দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়ান পর্যায়ে উত্তীর্ণ হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান গতকাল দুপুরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক বিফ্রিংয়ে বলেছেন, আমাদের খেলার অঙ্গন থেকে দুইটা ভালো খবর এসেছে। একটা হচ্ছে সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়ন ২০২৪, এটাতো বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত যে, আমরা তাদের জন্য একটা সংবর্ধনার আয়োজন করব।

তিনি আরো বলেন, এরই মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়েছে। আমরা মনে করছি খেলোয়াড়দের মধ্যে এই যে একটা উদ্যম এসেছে, এটাকে ধরে রাখার জন্য তাদেরও অভিনন্দন জানানো দরকার।

বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এই প্রথম শিরোপা হাতে তুলেছে বাংলাদেশ। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে গত বুধবার স্বাগতিকদের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে লাল-সবুজের দল।

২১-২৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই রয়েছে। স্বাগতিক ভিয়েতনাম ছাড়া বাংলাদেশের প্রতিপক্ষ সিরিয়া, ভূটান ও গুয়াম। বাছাইয়ে দশ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্স আপ খেলবে বয়স ভিত্তিক আসরের মূল পর্বে। মারুফের দৃষ্টি চূড়ান্ত পর্বেই, ‘আসলে দলটির যখন দায়িত্ব নেই। দুটো লক্ষ্য ছিল। একটি পূরণ হয়েছে দক্ষিণ এশিয়ায় চ্যাম্পিয়ন হয়ে। এখন কাজ করব এশিয়ান পর্যায়ে উত্তীর্ণ হওয়ার জন্য। এখন থেকেই প্রস্তুতি শুরু করব। এই ছেলেদের মেধা ও যোগ্যতা রয়েছে। আশা করি সেই লক্ষ্য পূরণ করা সম্ভব হবে।’

মারুফ বাংলাদেশের অন্যতম সেরা কোচ। অনূর্ধ্ব-২০ দলের হেড কোচ হয়ে কাজ করাটা একটু অবাক হয়েছেন অনেকে। চ্যাম্পিয়ন হয়ে ফেরার পরও সেই প্রশ্ন উঠল। এ নিয়ে মারুফের বক্তব্য, ‘আসলে সত্যি আমি এই পর্যায়ে কোচিং করাইনি। পেশাদার কোচ হিসেবে যে কোনো জায়গায় কাজ করতে প্রস্তুত থাকতে হয়। যখন ফেডারেশন থেকে প্রস্তাব দেয়া হয় এবং খেলোয়াড় তালিকা দেখি তখন চ্যালেঞ্জ নেই। এদের সরাসরি আগে কোচিং না করালেও তাদের সম্পর্কে ধারণা ছিল।’ বয়সভিত্তিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলাররা সাফল্য আনেন। পরবর্তী পর্যায়ে হারিয়ে যান। নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না। আরো বিকশিত হওয়ার ক্ষেত্রে ফুটবলারদেরই আরো যতœবান হওয়ার তাগিদ মারুফের, ‘পেশাদার ফুটবলার হিসেবে তাদের নিজেদেরই সচেতন থাকতে হবে। পজিশন ভিত্তিক সবাই সবার যতœ নিতে হবে। এটা ফেডারেশন, ক্লাব ও কোচ করবে না খেলোয়াড়দের নিজেদেরই করতে হবে।’

কোচের এই বক্তব্য পাশ থেকেই শুনছিলেন চ্যাম্পিয়ন ফুটবলাররা। অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কোচের সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘আমরা এখন চ্যাম্পিয়ন হয়েছি। সামনেও নিজেদের আরো ভালোভাবে প্রস্তুত করে বড় কিছু করতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

গৌরনদীতে মহাসড়কের জমি দখল করে বিএনপি নেতার অবৈধ স্থাপনা নির্মাণ

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

বাড়ছে নদীর পানি, প্লাবিত হতে পারে যে ৮ জেলার নিম্নাঞ্চল

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

শেখ হাসিনার ক্ষমতার ভিত কাঁপিয়ে দেওয়া সেই সাংবাদিক এখন বাংলাদেশে

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

মৌলভীবাজারে ৭ থানার ওসিকে একযোগে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App