×

খেলা

সাকিবের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের গুলিতে অনেকেই নিহত হয়েছেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেসব ঘটনায় করা হত্যা মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ জড়িত ব্যক্তিদের। সেই তালিকায় রয়েছেন দেশসেরা ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও। এতে হুমকির মুখে পড়েছে তার ক্রিকেট ক্যারিয়ার।

জাতীয় দল থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে অপসারণ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ইতোমধ্যে লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতেও বলা হয়েছে।

তবে বিসিবি জানিয়েছে, অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত দলেই থাকবেন সাকিব। তাই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন তিনি। এছাড়া ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট লিগে খেলার ছাড়পত্রও পেয়েছেন তিনি। তাই পাকিস্তান থেকে তিনি সরাসরি উড়াল দেবেন যুক্তরাষ্ট্রে। আর সেখান থেকেই বাংলাদেশের পরবর্তী সিরিজ খেলতে ভারতে দলের সঙ্গে যোগ দেবেন দেশসেরা এই ক্রিকেটার।

সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলার পর তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিস পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, তার আশা সাকিব দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে না।

৩৭ বছর বয়সি সাকিব হত্যা মামলার চাপ মাথায় নিয়েও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শেষ দিন পাকিস্তানকে ১৪৬ রানে বেঁধে দিয়ে ৩০ রানের লক্ষ্য নির্ধারণে তিন উইকেট নেন বাঁ-হাতি স্পিনার। বিসিবি জানিয়ে দিয়েছে, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তার খেলতে বাধা নেই।

এবার নিজ কার্যালয়ে আসিফ নজরুল সাকিবের মামলা ইস্যু নিয়ে কথা বললেন, ‘আমি আশা করি সাকিব গ্রেপ্তার হবেন না। সাকিব তো আর বাংলাদেশের রাজনীতিতে কিছু বয়ে আনেননি। তিনি নিজেই অনেক কিছু অর্জন করেছেন। তার বিরুদ্ধে শুধু মামলা হয়েছে।

তিনি আরো বলেন, ‘এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যেটুকু বলার বলেছি। মামলা বা এফআইআর হওয়া মানেই কিন্তু গ্রেপ্তার হওয়া না। আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেয়া হবে, যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেপ্তার করতে না যায়’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App