বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের দশ ক্রিকেটার
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট লিগ বিগ ব্যাশ মাঠে গড়াবে ডিসেম্বরে। এরই মধ্যে টুর্নামেন্টটির দলগুলোর খেলোয়াড় বাছাইয়ের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল। ব্যাটে-বলের লড়াই গড়ানোর সাড়ে তিন মাস আগে প্রকাশিত হয়েছে ব্যাগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটের তালিকা। যেই তালিকায় একজন নারী ক্রিকেটারসহ বাংলাদেশ থেকে আছেন ১০ জন ক্রিকেটার। ক্রিকেট অস্ট্রেলিয়া গতকাল ড্রাফটে থাকা ৪৩২ পুরুষ ক্রিকেটার ও ১৬১ জন নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। ড্রাফট তালিকায় আছেন পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান। আছেন স্পিনার রিশাদ হোসেন ও তাইজুল ইসলাম। ব্যাটসম্যানদের মধ্যে আছেন জাকের আলী, রনি তালুকদার, তানজিদ হাসান ও শামীম হোসেন। এছাড়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও ড্রাফটে নাম লিখিয়েছেন। একমাত্র নারী ক্রিকেটার হিসেবে নাম লিখিয়েছেন পেসার জাহানারা আলম।
প্রায় ৩০টি দেশের ক্রিকেটার ড্রাফটে নাম দিয়েছেন। পরিচিত ক্রিকেট খেলুড়ে দেশগুলোর পাশাপাশি হংকং, উগান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া, রোমানিয়ার ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন।
আগামী ১ সেপ্টেম্বরের মেলবোর্নে বসবে এবারের ড্রাফট। ড্রাফটে বাংলাদেশের ৯ ক্রিকেটারের ছয়জনই নিজেকে পুরো টুর্নামেন্টের জন্য এভেইলেবল রেখেছেন।
অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল হবে ২৭ জানুয়ারি ২০২৫ সাল। বিগ ব্যাশে অংশ নেয় আটটি দল। যারা ড্রাফটের আগেই দুজন করে ক্রিকেটারকে আগাম চুক্তিতে দলে নেয়ার সুযোগ পেয়েছে।