মাঠে ফিরছেন তামিম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দীর্ঘদিন মাঠের বাইরে বাংলাদেশের অন্যতম তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সর্বশেষ জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে। সর্বশেষ ঘরোয়া লিগ ডিপিএলে খেলতে দেখা গেছে দেশের এই সাবেক অধিনায়ককে। এবার জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠেছে তার, তবে তা নিশ্চিত নয়। কিন্তু ক্রিকেটে ফিরছেন তিনি। অক্টোবরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাশনাল ক্রিকেট লিগে খেলবেন তামিম। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ভিডিও বার্তায় এমনটিই জানিয়েছেন তিনি। এদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও খেলবেন এই টুর্নামেন্টে। সাকিবের খেলার বিষয়টিও নিশ্চিত করেছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। অর্থাৎ দুই পুরনো সতীর্থের আবার দেখা হচ্ছে মার্কিন মুলুকে।
আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত চলবে ৬০ বল অর্থাৎ দশ ওভারের এই টুর্নামেন্ট। ডালাসের ইউনিভার্সিটি অব টেক্সাসের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই ইভেন্টে থাকছে ৬ দল। সেখানে খেলতে এরই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন তামিম। টুর্নামেন্টটির অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে তামিমের একটি ভিডিওবার্তাও দেয়া হয়েছে। ভিডিওবার্তায় তামিম জানান, ‘আগামী ৪-১৪ অক্টোবর পর্যন্ত ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া আমেরিকার ন্যাশনাল লিগ ক্রিকেটে আমি অংশ নিচ্ছি। আশা করি সবার সঙ্গে দেখা হবে, বিশেষ করে বাংলাদেশি ফ্যানদের সঙ্গে। টুর্নামেন্টটির অংশ হতে তর সইছে না। দেখা হচ্ছে শিগগিরই।’
তামিম ছাড়াও আমেরিকার এই লিগ ক্রিকেটে দেখা যাবে সাকিব আল হাসানকেও। টাইগার অলরাউন্ডারের সঙ্গে চুক্তির বিষয়টিও নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশি দুই ক্রিকেটার ছাড়াও মোহাম্মদ কাইফ, সুনীল নারিন, ডোয়াইন ব্রাভো, মোহাম্মদ আমির, অ্যাঞ্জেলো ম্যাথুস, ইমরান তাহির, জেসন রয়, শহীদ আফ্রিদির মতো তারকারাও অংশ নিচ্ছেন টুর্নামেন্টটিতে। যদিও কে থাকছেন কোন দলের হয়ে খেলবেন সেটি এখনো জানা যায়নি। এছাড়া মেন্টর হিসেবে ওয়াসিম আকরাম এবং জহির আব্বাস পাশাপাশি কোচ হিসেবে থাকছেন স্যার ভিভিয়ান রিচার্ডস, মিকি আর্থার এবং সনৎ জয়সুরিয়ার মতো কিংবদন্তিরা।
এদিকে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশে একটি হত্যা মামলার আসামি। এরপরও তিনি খেলছেন পাকিস্তান টেস্টে। দেশে ফিরলেই তাকে আটক করা হতে পারে এমন আলোচনা চারদিকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত সাকিব খেলতে পারবেন। তার সঙ্গে তামিমের দ্ব›দ্ব অনেক বেড়ে যায় গত বছর ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে। যদিও সরাসরি কোনো দ্ব›েদ্ব জড়াননি তারা। এর মধ্যে তামিমও এখন জাতীয় দলের বাইরে। অবশ্য ঘরোয়া ক্রিকেটের সব আসরেই খেলছেন তিনি। ইতোমধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ওয়ানডে ও টেস্ট ছাড়েননি। তাই সবাই তার ফেরার অপেক্ষায় আছে।