×

খেলা

হাথুরুসিংহেকে রাখতে চান না বিসিবি সভাপতি

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাথুরুসিংহেকে রাখতে চান না বিসিবি সভাপতি

কাগজ প্রতিবেদক : নাজমুল হাসান পাপনের পদত্যাগের মধ্য দিয়ে এক যুগ পর ফাঁকা হয়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারটি। তবে সেটি বেশিক্ষণ ফাঁকা থাকেনি, পদত্যাগের কিছুক্ষণ পরই নতুন সভাপতি হিসেবে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নাম ঘোষণা করা হয়। এরপরই জানানো হয় বিকালে সংবাদ সম্মেলন করবেন নতুন সভাপতি ফারুক আহমেদ। তারই অংশ হিসেবে গতকাল বিকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। সেখানে কথা প্রসঙ্গে চলে আসে বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিষয়ও। বিষয়টি নিয়ে পাশ না কাটিয়ে স্বভাবজাত বক্তব্য দিয়েছেন নতুন বিসিবি বস।

দায়িত্ব বুঝে নেয়ার পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে হাথুরুসিংহের ভবিষ্যৎ প্রসঙ্গে ফারুক আহমেদকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, ‘চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তিটা কী, সেটা আমি ঠিক জানি না। আমি আগের জায়গাতেই আছি। আমি যা বলেছি, সেটা থেকে সরে যাইনি। এখন আমাকে আনুষ্ঠানিকভাবে কিছু জিনিস দেখতে হবে।

কীভাবে কী করা দরকার, তার চেয়ে ভালো কাউকে পাই কিনা বা কাছাকাছি যারা ভালো করতে পারবে এটা দেখব, তারপর কথা বলব। আমি আসলে ওই স্ট্যান্ড থেকে সরিনি।’ ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের দায়িত্ব নেন হাথুরুসিংহে। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রয়েছে বিসিবির সঙ্গে তার চুক্তি। এর আগে জাতীয় দলের কোচ পদে পরিবর্তন আসবে কিনা এ প্রসঙ্গে ফারুক আহমেদের কথা, ‘এই মুহূর্তে বলা কঠিন। দুই-তিন দিন আমাদের কলিগদের সঙ্গে কথা বলি। একজন কোচকে যখন আনা হয়, তখন নিশ্চয়ই তিন-চারজনের শর্ট লিস্ট থাকে। অন্যরা আসতে পারবে, নাকি পারবে না এটা দেখতে হবে।’

স্থানীয় কোচদের প্রসঙ্গও এসেছে সংবাদ সম্মেলনে। এ ব্যাপারে ফারুক আহমেদ বলেন, ‘লোকাল কোচ আমার মনে হয় খুব ভালো আছে। তবে আমিই একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত নয়। হয়তো আমার ওপর দায়িত্বটা বেশি। কারণ, আমি সিদ্ধান্ত নেব। কিন্তু অন্যদের সঙ্গেও কথা বলতে হবে।’

গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই হেড কোচ হাথুরুসিংহেকে নিয়ে সমালোচনা করে আসছেন ক্রিকেট বিশ্লেষকরা। তবে তাকে আগলে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিমানে ওঠে টাইগাররা। সেখানেও সেমিফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করে শান্তবাহিনী। এরপরই দেশের ক্রিকেট ভক্তদের অনেকেই দাবি তুলেছিলেন হাথুরুসিংহেকে বাদ দেয়ার জন্য। কিন্তু তখনো এই লঙ্কান কোচকে আগলে রাখেন সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সুপার এইটের সাফল্যই তাদের মূল লক্ষ্য ছিল বলে জানান তিনি।

তবে সময় বদলে গেছে, শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আত্মগোপনে রয়েছেন নাজমুল হাসান পাপন। তার পদত্যাগের পর বিসিবির দায়িত্ব উঠেছে ফারুক আহমেদের কাঁধে। এদিকে বিসিবি থেকে পদত্যাগ করেছেন ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগের প্রধান জালাল ইউনুসও।

এছাড়া হাথুরুকে যারা এতদিন আগলে রেখেছিলেন, তারা সবাই বিসিবিতে কাজ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এমন অবস্থায় বাংলাদেশে যে হাথুরু অধ্যায় খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে তা বলা যায়।

অন্যদিকে দুদিন আগে বাংলাদেশে নিজের ভবিষ্যৎ নিয়ে হাথুরু বলেছিলেন, সেখানে কী হয়েছে আসলে আমি জানি না। আমি চুক্তি করেছি, আমার মেয়াদ থাকা পর্যন্ত কাজ করতে চাই। যদি বোর্ডে নতুন কেউই এসে পরিবর্তন করতে চায় এবং আমাকে নিয়ে খুশি থাকে, তাহলে আমিও খুশি মনে কাজ চালিয়ে যেতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে বিচারকের উদ্দেশে যা বললেন শাহরিয়ার কবির

আদালতে বিচারকের উদ্দেশে যা বললেন শাহরিয়ার কবির

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App