বিসিবির নতুন পরিচালক ফাহিম
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা বিসিবিতে লেগেছে রদবদলের হাওয়া। এবার বিসিবির পরিচালক হয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সচিবালয়ে গতকাল বিসিবির জরুরি বোর্ড সভায় ফাহিমকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) প্রতিনিধি হিসেবে পরিচালক পদ পান ফাহিম।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রশিক্ষক হিসেবে বেশ নাম ডাক নাজমুল আবেদীন ফাহিমের। বিসিবির সবশেষ নির্বাচনে তিনি পরিচালক হওয়ার লক্ষ্যে লড়েছিলেন খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে। যদিও নির্বাচনে সুজনের জয় হয়। গতকাল নতুন করে বিসিবির দায়িত্বে বড় পরিবর্তন এসেছে। প্রথম কোনো সাবেক ক্রিকেটার হিসেবে বিসিবি সভাপতি হয়েছেন ফারুক আহমেদ, একই সভায় বিসিবির পরিচালক হয়েছেন কোচ ফাহিম। এর আগে থেকেই ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমের বোর্ডে আসার কথা শোনা যাচ্ছিল। তিনি বিকেএসপির কাউন্সিলর। পরিচালক হতে হলে প্রথমে প্রার্থীদের কাউন্সিলর হতে হয়। ফাহিম পরিচালক হয়েছেন আহমেদ সাজ্জাদুল আলম ববির জায়গায়। যদিও গত ২০ আগস্ট পর্যন্ত তিনি নিজ থেকে পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় বিসিবির পরিচালক হয়েছিলেন ববি। গতকালের বোর্ড সভায় তারই স্থলাভিষিক্ত হলেন ফাহিম। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।
অন্যদিকে, পাপনের পরিবর্তে ফারুক আহমেদ কোন প্রক্রিয়ায় বিসিবির সভাপতি হয়েছেন সেটাও নিশ্চিত হওয়া গেছে। প্রথমে তাকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় সরাসরি বোর্ড পরিচালক পদে নিয়োগ দেয়া হয়। ফারুক পরিচালক হন জালাল ইউনুসের জায়গায়। এর আগে বিসিবির সাবেক এই ক্রিকেট অপারেশন্সের প্রধান বিসিবি থেকে পদত্যাগ করেছিলেন।
১৯৮৩ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত টানা ক্রিকেট বোর্ডে ছিলেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। ক্রিকেট সংগঠক হিসেবে কাজ করেছেন প্রতিকূল পরিস্থিতির মাঝেও। যদিও নাজমুল হাসান পাপনের বোর্ডে তার অবস্থান ছিল নড়বড়ে।
পরিচালক হয়েও ৮ বছর কোনো পদেই ছিলেন না তিনি। সবশেষ ২০২২ সালে হয়েছেন টুর্নামেন্ট কমিটির প্রধান। গত ২০ আগস্ট জালাল ইউনুস পদত্যাগপত্র জমা দিয়ে বিসিবি থেকে সরে দাঁড়ান। এদিকে ববিকে অব্যাহতি দিয়েছে এনএসসি।
এদিকে তামিম ইকবালকে মাঠে ফিরিয়ে আনতে চান বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক জানান, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে।’ সঙ্গে নিজের মতটাও জুড়ে দিয়ে বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরো দুই-তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরো দুই বছর ক্রিকেট খেলুক।’ সেক্ষেত্রে ওয়ানডে ক্রিকেট খেলাটাই তামিমের জন্য ভালো হবে মনে করেন নবনির্বাচিত সভাপতি। তিনি বলেন ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কিনা, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।’