×

খেলা

উইন্ডিজ টি-টোয়েন্টি দলে নেই রাসেল

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উইন্ডিজ টি-টোয়েন্টি দলে নেই রাসেল

কাগজ ডেস্ক : সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে চলতি বছর টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তবে বিশ্বকাপে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি দুইবারের চ্যাম্পিয়নরা। ঘরের মাঠে এবার প্রোটিয়াদের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে রাসেলকে। রভম্যান পাওয়েলকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের স্কোয়াডের থেকে তিনটি পরিবর্তন এনেছে তারা। দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার ফ্যাবিয়েন অ্যালেন, এলিক আথানজে এবং পেসার ম্যাথু ফোর্ড।

এ সিরিজ দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের দিকে নজর দিতে চান কোচ ড্যারেন স্যামি। ৩৬ বছর বয়সি রাসেল ‘বিশ্রাম ও সেরে উঠতে সময় চেয়েছেন’ বলে জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস ব্যাসকম। ঘরের মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন রাসেল। সর্বশেষ ইংল্যান্ডে দ্য হানড্রেডে লন্ডন স্পিরিটের হয়েও খেলেন এই অলরাউন্ডার। অন্যদিকে হোল্ডারকে বিশ্রাম দেয়া হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা পাঁচটি টেস্ট ম্যাচ খেলার পর।

সাবেক এ অধিনায়ক টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি চোটের কারণে। রাসেল ও হোল্ডার দুজনই এ সময়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিজ্ঞান ও মেডিসিন দলের সঙ্গে কাজ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহঅধিনায়কত্ব করা জোসেফ বিশ্রামে আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেয়ার কথা জানানো হয়েছিল। টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তাকে ঘিরে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এটি, জানা গেছে এমন।

সর্বশেষ পাঁচটি টি-টোয়েন্টি সিরিজের চারটিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে সেমিফাইনালে খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাকে দল পুনর্গঠন ও গেমপ্ল্যান সাজানোর ক্ষেত্রে বড় সুযোগ হিসেবে দেখছেন মাইলস বাসকোম্ব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

প্রকল্পের সব তথ্য ওপেন থাকবে: প্রধান উপদেষ্টা

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

একনজরে বাংলাদেশ-ভারত সিরিজের পূর্ণাঙ্গ সূচি

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App