ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দুর্দান্ত প্রত্যাবর্তনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি লিগের ফাইনালে উঠেছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে শেষটা ভালো করতে পারেনি আকবর বাহিনী। শিরোপা জয়ের লড়াইয়ে অ্যাডিলেইড স্টাইকার্সের কাছে ৩২ রানে হেরে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে শিরোপা জয়ের আক্ষেপ নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ এইচপিকে। আসরজুড়েই দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশ এইচপির বোলাররা। তবে ফাইনালে এসে খেই হারালেন তারা। নিজেদের সেরাটা দিতে পারেননি আবু হায়দার রনি-রিপন মন্ডলরা। তাতে বড় সংগ্রহ গড়ে অ্যাডিলেইড স্ট্রাইকার্স।
ডারউইনে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অ্যাডিলেইড। জবাবে নেমে ১ বল বাকি থাকতে ১৩৭ রানে অলআউট হয় বাংলাদেশ এইচপি দল।
অ্যাডিলেইডকে উদার হস্তে রান উপহার দিয়েছেন আবু হায়দার রনি। ৪ ওভার বলে ৪৬ রান খরচা করেছেন এই পেসার। তার অনিয়ন্ত্রিত বোলিংয়ে রানের পাহাড়ে চড়েছে অ্যাডিলেইড।
শুরুটা ভালো করেছিল বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় ওপেনার জ্যাক উইন্টারকে রানআউট করেন আবু হায়দার ও উইকেটরক্ষক আকবর আলী। এরপর দ্বিতীয় উইকেটে হ্যারি ম্যাথিয়াস ও টম ও’কনেল ৫৯ রানের জুটি করে অ্যাডিলেইডের বিপদ কাটিয়ে তোলেন। ম্যাথিয়াস ১৯ রানে ফিরলেও ফিফটি করে ফেলেন ও’কনেল। আফিফ হোসেনের বলে বোল্ড হওয়ার আগে ৩৩ বলে ৫৩ রানে ঝোড়ো ইনিংস খেলেন ও’কনেল। রিপন মন্ডল ও আবু হায়দারের ঢিলে বলে ঝড় তোলেন অধিনায়ক লিয়াম স্কট (১৮ বলে ৩০), রায়ান কিং (১৯ বলে ৩৫) ও স্যাম রাহালি (১৩ বলে ২০)। এতে বড় পুঁজি দাঁড়ায় অ্যাডিলেইডের।
জবাবে বাংলাদেশ এইচপি দলকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার জিশান আলম ও তানজিদ হাসান তামিম। তবে মোমেন্টাম ধরে খেলতে পারেননি জিশান। ১৯ বলে ১৮ রান করে আউট হয়ে যান তিনি। ফাইনালে কিছুই করতে পারেননি পারভেজ হোসেন ইমন (৬ বলে ৩)।
ভালো করছিলেন তানজিদ তামিম। তবে দলকে বেশি দূর টেনে নিতে পারেননি এই বাঁহাতি। ২৯ বলে ৩৫ রান করে সাজঘরের পথে হাঁটেন তানজিদ। আফিফ ফেরেন ১৩ বলে ১৮ করে। ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় বাংলাদেশ এইচপি।
এরপর কিছুটা লড়াই করেন মাহফুজুর রহমান রাব্বি। ১৯ বলে ২১ রান করেন তিনি। শেষ দিকে রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ৬ বলে ১২ রান ও রিপন মন্ডল নেন ১৩ বলে ১১ রান। অবশেষে ১ বল বাকি থাকতেই ১৩৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ এইচপি।