×

খেলা

দুর্দান্ত জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দুর্দান্ত জয়ে মৌসুম শুরু বার্সেলোনার

ছবি: সংগৃহীত

নতুন কোচের অধীনে নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে গতকাল ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। প্রথমে পিছিয়ে পড়লেও পরে জোড়া গোল করে দারুণ এক জয় এনে দেন লেভানদোভস্কি। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় আগের মৌসুমে ঝলক দেখিয়েছিল বায়ার লেভারকুজেন। অপরাজিত থাকার রেকর্ডে ইউরোপের সব দলকে ছাড়িয়ে গিয়েছিল জাভি আলোনসোর দল। নতুন মৌসুমেও শেষ থেকেই শুরু করেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। জার্মান সুপার কাপের ফাইনালে স্টুটগার্টকে টাইব্রেকারে ২(৪)-(৩)২ গোলে হারিয়ে জিতেছে শিরোপা। রোনালদোকে কাঁদিয়ে আরো একবার সৌদি সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল। গতকাল শনিবার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে রোনালদোদের ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল হিলাল।

ভ্যালেন্সিয়ার মাঠে ফ্রেঙ্কি ডি ইয়ং, গাভি ও রোনাল্দ আরাউহোদের ছাড়াই গতকাল মাঠে নামে বার্সা। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করে। দুই দল সুযোগও পেয়েছিল কিছু। তবে কাছাকাছি গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিল তারা। শেষ পর্যন্ত ম্যাচে ৪৪ মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। বাঁ প্রান্ত দিয়ে দিয়েগো লোপেজের ক্রস থেকে বল পেয়ে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন ডুরো। এগিয়ে থেকে অবশ্য বিরতিতে যেতে পারেনি ভ্যালেন্সিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ের দারুণ এক গোলে বার্সাকে সমতায় ফেরান লেভানদোভস্কি। আলেহান্দ্রে বালদের ক্রস থেকে বল পেয়ে ইয়ামাল বাড়ান লেভার উদ্দেশে। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারের ফাঁদ এড়িয়ে দারুণভাবে বল জালে জড়িয়ে বার্সাকে ম্যাচে ফেরান এই পোলিশ স্ট্রাইকার।

বিরতির পর অবশ্য এগিয়ে যাওয়ার জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। বক্সের ভেতর রাফিনিয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। ৪৯ মিনিটে স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লেভা। এরপর দুই দলই চেষ্টা করেছিল গোল করার, সুযোগও পেয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত কোনো দলই আর গোল না পেলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। সৌদি সুপার কাপের চ্যাম্পিয়নশিপে মাঠে নামার মুহূর্তে ট্রফিতে হাত বুলিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে রোনালদোর গোলেই যখন আল নাসর এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল আগেই স্পর্শ পাওয়া ট্রফিটা তারই হতে যাচ্ছে। কিন্তু দ্বিতীয়ার্ধে রোনালদোর চোখে শর্ষে ফুল দেখিয়েছে আল হিলাল। ৫৫ থেকে ৭২ মাত্র ১৭ মিনিটের মধ্যে চার-চারটি গোল করেছে তারা।

ফাইনালে হঠাৎ খেই হারিয়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া রোনালদোর আল নাসর হারল ওই ৪-১ গোলেই।

তাতে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে আল হিলাল।

গত বছরের ফাইনালে করিম বেনজেমা-এন‘গোলো কান্তেদের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আল হিলাল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতল।

গতকাল বে-অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই ভিক্টর বোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুজেন। ৪ মিনিট পরই সমতা ফেরান স্টুটগার্টের এনজো মিলট। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। এর মধ্যে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়েন মার্টিন টরিয়ের। লেভারকুজেন হয়ে যায় ১০ জনের দল।

লেভারকুজেনের একজন খেলোয়াড় কম থাকার সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় স্টুটগার্ট। লেভারকুজেন একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পাচ্ছিল না। হার তখন দোরগোড়ায়, ঠিক তখনি ৮৮তম মিনিটে প্যাটট্রিক শিকের গোল। তাতেই ম্যাচ সমতায় এসে গড়ায় টাইব্রেকারে।

জাভি আলোনসো দায়িত্ব নেয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা। নতুন মৌসুমে লিগ শুরুর আগে এই শিরোপা আত্মবিশ্বাস জোগাবে বলেই কোচ আলোনসোর বিশ্বাস।

ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘শেষ ১০ থেকে ১৫ মিনিটে একজন কম নিয়ে আমরা যেভাবে খেলেছি, সেটা অবিশ্বাস্য। যেভাবে মৌসুম শুরু হলো আমি আনন্দিত। আমরা স্পিরিট ফিরে পেয়েছি।’ ২৪ আগস্ট বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লেভারকুজেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

ভোলায় আরো সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

‘এটাই বাংলাদেশের সেরা টেস্ট দল’

টিভিতে আজ যা দেখবেন

টিভিতে আজ যা দেখবেন

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

ধরা ছোঁয়ার বাইরে বিদ্যুত খাতের মাফিয়া আজিজ খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App