দর্শকশূন্য স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্ট
পাকিস্তানে দলের সঙ্গে অনুশীলনে সাকিব
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ প্রতিবেদক : দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে পরশু লাহোরে পা রাখে নাজমুল হোসেন শান্ত বাহিনী। পাকিস্তানে পৌঁছানোর পরদিনই মাঠের অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন সদ্য গেøাবাল টি-টোয়েন্টি লিগ খেলে আসা অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট থেকে। দ্বিতীয় টেস্ট করাচিতে মাঠে গড়াবে ৩০ আগস্ট। এর মধ্যে জানা গেল, করাচিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে থাকবে না কোনো দর্শক। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত আয়োজকদের।
আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গণঅভ্যুত্থানের মুখে সরকারের পতনের পর দ্বাদশ জাতীয় সংসদও ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয়েছে আন্তর্বর্তীকালীন নতুন সরকার। এমন রাজনৈতিক পালাবদলের ঢেউ লেগেছে ক্রীড়াঙ্গনেও। সাকিবের ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দেয়। তবে আপাতত সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে রাজনীতির প্রভাব পড়ছে না। পাকিস্তান সিরিজে দলে আছেন তিনি।
কানাডা থেকে সাকিব এখন পাকিস্তানে। সেখানে পৌঁছে সরাসরি বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দিয়েছেন টাইগার এই ক্রিকেটার। গতকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলনও শুরু করে দিয়েছেন। বিসিবির প্রকাশিত ছবির মাধ্যমে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও আলাপ করতে দেখা গেছে তাকে। সাকিবের মতো অনুশীলন করতে দেখা গেছে বাকি ক্রিকেটারদেরও। পাকিস্তান সিরিজের আগে দেশে আনুষ্ঠানিক অনুশীলন করতে পারেনি টাইগাররা। তাই পূর্ব নির্ধারিত সূচির ৫ দিন আগে পরশু পাকিস্তানে পৌঁছায় দল। সেখানেই শুরু হয় প্রথম অনুশীলন সেশন। এর আগে দেশে ব্যক্তিগতভাবে অনুশীলন করেন ক্রিকেটাররা।
সাকিব দেশে আসবেন নাকি পাকিস্তানে যাবেন, এটা নিয়ে সরগরম ছিল ক্রিকেটাঙ্গন। শুধু তাই নয়, তার দলে থাকা না থাকা নিয়েও ছিল অনেক আলোচনা-সমালোচনা। শেষ পর্যন্ত তাকে রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
লিপু জানিয়েছেন, সাকিব রাজনৈতিক ব্যক্তিত্ব হলেও বিবেচনা করা হয়েছে মেধা। আগামীতেও তাই হবে, ‘অবশ্যই বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা চিন্তিত। তার নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। সাকিব আল হাসান বাংলাদেশের একজন টপ প্লেয়ার। সিলেকশনের ক্ষেত্রে আমরা ভেবেছি, যেহেতু তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত তার মেধার বিবেচনায় তাকে দলে নেয়া হয়েছে।’
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই ম্যাচে কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই খেলতে হবে বাংলাদেশ-পাকিস্তানকে।
মূলত, ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে পিসিবি।
বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ক্রিকেটে আমাদের নিবেদিত দর্শকদের ভূমিকার বিষয়টি আমরা বুঝতে পারছি। তারা খেলোয়াড়দের প্রেরণা দিয়ে ম্যাচকে আরও জমিয়ে তোলেন। যাই হোক, তাদের নিরাপত্তা দেয়াই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিবেচনায় দ্বিতীয় টেস্ট চলাকালে আমরা স্টেডিয়াম ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছি।
‘ফলে দ্বিতীয় ম্যাচের টিকেট বিক্রির বিজ্ঞপ্তিও সরিয়ে নেয়া হয়েছে। যারা ইতোমধ্যে টিকেট কিনেছেন তাদের টাকাও ফেরত দেয়া হবে।’
পিসিবি আরো জানিয়েছে, দর্শকদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত। তবে আমরা নিশ্চিত করতে চাই যে, স্টেডিয়ামে তাদের অভিজ্ঞতা আরো বাড়িয়ে তোলার কাজ চলছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর জন্য আমরা যে আরো দর্শক বান্ধব ভেন্যু প্রস্তুত করতে চাই। কারণ, ১৯৯৬ সালের পর প্রথম কোনো আইসিসি ইভেন্ট বসতে যাচ্ছে পাকিস্তানে। ২০২০ সালের পর পাকিস্তানের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেছে বাংলাদেশ দল। সেবার বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হেরেছিল টাইগাররা। তবে এবার ভালো কিছু করার প্রত্যাশা টাইগারদের। কারণ, ম্যাচ দুটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।