লিগস কাপ থেকে মেসিহীন মায়ামির বিদায়
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : গত বছর যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিয়েই ইন্টার মায়ামিকে শিরোপা এনে দিয়েছিলেন লিওনেল মেসি। ফাইনালে ন্যাশভিলকে টাইব্রেকারে হারিয়ে লিগস কাপে চ্যাম্পিয়ন হয়েছিল মেসির মায়ামি। ১০ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক, পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। সেই মেসি কোপা আমেরিকার ফাইনালে পাওয়া চোটের কারণে এবারের লিগস কাপে খেলতে পারেননি। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া খেলা ইন্টার মায়ামিও যেতে পারল না বেশিদূর।
সেই মেসি এখন চোটের কারণে মাঠের বাইরে। ইন্টার মিয়ামিও ধুঁকছে। লিগস কাপের শেষ ষোলো থেকেই ছিটকে গেছে মেসিবিহীন মায়ামি। মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে দলটি।
‘বাঁচা-মরার ম্যাচটিতে’ মেসি না খেললেও ছিলেন তার সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজ, জর্দি আলবা, সার্জিও বুসকেতস। ম্যাচের দশ মিনিটেই লিড নেয় মায়ামি। দিয়াগো গোমেজের পাস রিসিভ করে হেডে দুর্দান্ত গোল করেন মায়ামি ফরোয়ার্ড মাতিয়াস রোহা। প্রথমার্ধে এরপর আর কেউ গোল করতে না পারলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। ম্যাচের দশম মিনিটে প্রথমে লিড নেয় মায়ামি। দারুণ এক হেডে দলকে এগিয়ে নেন মাতিয়াস রোহাস। এরপর ম্যাচের ৩৮তম মিনিটে ফ্রি-কিক থেকে গোলের দারুণ সুযোগ পেয়েছিল কলম্বাস। তবে গোলরক্ষকের দক্ষতায় সে যাত্রায় বেঁচে যায় মায়ামি।
বিরতি থেকে ফিরে ৫০তম মিনিটে সুয়ারেজের বাড়ানো বলে রোহাসের দূরপাল্লার শট বারের ঠিক ওপর দিয়ে চলে গেলে হতাশ হতে হয় মায়ামি সমর্থকদের। ৬২তম মিনিটে দলকে ফের এগিয়ে নেন দিয়াগো গোমেজ। তার গোলে ২-০ ব্যবধানে লিড নেয় ক্লাবটি। অবশ্য লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ক্লাবটি। ম্যাচের ৬৬তম মিনিটে দুর্দান্ত গোলে দলের ব্যবধান কমান ক্রিস্টিয়ান রামিরেজ। ৬৭তম মিনিটে আরো একটি গোলের সুযোগ পেয়েছিল মায়ামি। তবে গোমেজের ভুলে এগিয়ে যেতে পারেনি ক্লাবটি।
৬৮তম মিনিটে দারুণ এক ক্রস থেকে গড়ানো শটে দলকে সমতায় ফেরান কলম্বাসের রোসি। এরপর ৮০তম মিনিটে মায়ামির রক্ষণের সুযোগ নিয়ে দলকে ৩-২ ব্যবধানে এগিয়ে নেন সেই রোসি। মাত্র ১২ মিনিটের ব্যবধানে তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় মায়ামি। ৮৬তম মিনিটে আরো একটি গোল হজম করতে বসেছিল মায়ামি। তবে গোলরক্ষক ক্যালেন্ডার জোড়া সেভে ব্যবধান বাড়াতে পারেনি কলম্বাস।
শেষে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে নিউইয়র্ক সিটির বিপক্ষে খেলবে কলম্বাস।