রাজসিক সংবর্ধনায় আর্জেন্টিনাকে বরণ করল সমর্থকরা
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : কোপা আমেরিকা জয় শেষে দেশে ফিরেছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের একাংশ। বিমানবন্দরে জনসমুদ্রে লাখো ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন আলবিসেলেস্তেরা। এদিকে, ডি মারিয়ার অবসর ভাঙানোর চেষ্টা করছেন টিমমেটরা। আর ২০২৫ সালে বসছে স্পেন-আর্জেন্টিনা ফিনালিসিমা ম্যাচ। গত পরশু মায়ামিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম ট্রফি জিতেছে আর্জেন্টিনা। এর আগে ২০২১ সালের কোপা আমেরিকারও চ্যাম্পিয়ন তারা। মাঝে জিতেছে বিশ্বকাপ। ফলে টানা তিনটি আন্তর্জাতিক ট্রফি জয়ের বিরল রেকর্ডও গড়ে ফেলেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
মিয়ামি থেকে বিমানে সোমবার আর্জেন্টিনার স্থানীয় সময় রাত ১০টায় দেশে পৌঁছান আলবিসেলেস্তেরা। কোপা চ্যাম্পিয়ন মোড়কে মোড়ানো টিম বাসে জনসমুদ্রের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছে টানা দুবারের কোপা চ্যাম্পিয়নরা। পাশ দিয়ে হাত নেড়ে, বাজী ফুটিয়ে অভিবাদন জানাচ্ছে হাজারো মানুষ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলি চ্যাম্পিয়ন টিমকে আমন্ত্রণ জানিয়েছে।
সবাই ফিরলেও যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত কাজে থেকে গিয়েছেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্ডিসহ ৬ ফুটবলার। কাজ শেষে শিগগিরই ফিরবেন তারা। তবে ভক্তদের জন্য সুসংবাদ! ডি মারিয়ার অবসর ভাঙার জোর চেষ্টা চালাচ্ছে টিমমেটরা। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত ডি মারিয়াকে রাখতে সতীর্থ নিকোলাস তাগলিয়াফিকোর সে কি প্রচেষ্টা। হেড কোচ স্কালোনি ও লিওনেল মেসিও করেছেন অনুরোধ। এখন দেখার বিষয় সবার অনুরোধ ডি মারিয়ে রাখেন কিনা।
একের পর এক সাফল্যের পর কোচ লিওনেল স্কালোনি আরো ১৫ বছরের চুক্তি করতে চান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে। বিশ্বচ্যাম্পিয়নরাও রাজী! স্কালোনির সঙ্গে এখনো দুবছরের চুক্তি রয়েছে আফার।
এদিকে, চূড়ান্ত হয়েছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফিনালিসিমা অনুষ্ঠিত হবার বছর। ২০২৫ সালের মে মাসের আগে যে কোনো দিন হবে খেলা। গেল ফিনালিসিমায় ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল। লিওনেল মেসির দল।
কোপা জয়ীদের বরণ করতে আসা এক সমর্থক বলেন, ‘এ দলটাও আমাদের দেশের মানুষের মতো অনেক লড়াই করেছে। এখন তারা ফল পেতে শুরু করেছে। আমরা খুবই খুশি। আশা করব দেশের সাধারণ মানুষ এখান থেকে নিজেদের উজ্জীবিত করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে’।
এদিকে আরো এক ভক্ত বলেন, ‘আপনি ডি মারিয়া আর মেসিকে দেখুন, এরা দুজন কত কটুক্তি, কত সমালোচনা সহ্য করেছে। কিন্তু আজ তারাই আমাদের নায়ক। এটাই জীবন, এখানে কোন কিছুই শেষ নয়। আপনি নতুন করে শুরু করুন, কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াবেই’। তবে দলের সঙ্গে দেশে ফেরেনি বেশকিছু ফুটবলার।
তাদের মধ্যে রয়েছেন মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ান আলভারেজ, নিকোলাস ওতামেন্ডি এবং জেরোনিমো রুল্লি। তারা যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন।