×

খেলা

এমবাপ্পেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ

Icon

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ ডেস্ক : কত অপেক্ষা, রোমান্সের শেষে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক বছরে স্প্যানিশ ক্লাবটির সবচেয়ে আরাধ্য সাইনিং ফরাসি এ তারকা। এমবাপ্পের সঙ্গে আগেই চুক্তি সই হলেও মাদ্রিদের খেলোয়াড় হিসেবে তাকে গতকাল পরিচয় করিয়ে দেয়া হয়েছে দর্শকের সামনে।

সান্তিয়াগো বার্নাব্যুতে টানেলের সিঁড়ি ভেঙে হাত নাড়তে নাড়তে দেখা দেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে তাকে একটু অন্য রকমই লাগছিল। স্বপ্ন পূরণের আতিশায্যে ফরাসি তারকা নিজেও সম্ভবত একটু লজ্জা পাচ্ছিলেন। হাসছিলেন মিটিমিটি।

সমর্থকদের অবশ্য এত খুঁটিনাটি দেখার সময় কোথায়! টানেলের সিঁড়ি ভাঙার সময়ই গর্জনে ফেটে পড়েছে বার্নাব্যুর গ্যালারি। সেøাগান ধরেছে এমবাপ্পের নামে। কিছুক্ষণ পর এমবাপ্পে যখন মঞ্চে কথা বলার মাঝে ‘আলা মাদ্রিদ’ বলে উঠলেন, তখন সমর্থকদের গর্জনে কেউ কেউ কানেও হাত দিয়েছেন। আর কেউ কেউ হয়তো ভেবেছেন যাক, স্বপ্ন সত্যি হলো!

এদিন প্রায় ৮০ হাজার দর্শক উপস্থিত ছিলেন এমবাপ্পেকে অভ্যর্থনা জানাতে। পাঁচ বছরের চুক্তি শেষে স্টেডিয়ামে তিনি প্রবেশ করতেই দর্শকরা হাততালি দিয়ে বরণ করে নেন ২৫ বছর বয়সি এই ফরোয়ার্ডকে। ফ্লোরেন্তিনো পেরেসের সঙ্গে স্টেজে উঠে এমবাপ্পে শুরুতেই প্রকাশ করেন উচ্ছ¡াস। এরপর বলেন নিজের স্বপ্ন পূরণের কথা।

ফরাসি এই ফরোয়ার্ড বলেন, ‘আমার জন্য এটি একটি স্মরণীয় দিন। আমি যখন শিশু ছিলাম, তখন থেকেই রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখতাম।

আজ আমি এখানেই। যেটার মানে আমার কাছে অনেক কিছু’।

এদিন উপস্থিত ছিলেন এমবাপ্পের বাবা, মা ও অনেক আত্মীয়রা। সঙ্গে ছিলেন রিয়াল মাদ্রিদের বিভিন্ন কর্মকর্তারাও। সান্তিয়াগো বার্নাব্যুর ছাদ বন্ধ রেখে করা হয় অনুষ্ঠান। স্টেজের পাশে রাখা হয় রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার শিরোপাগুলো। উচ্ছ¡াস প্রকাশ করে এমবাপ্পেকে স্বাগত জানান ক্লাব সভাপতি।

পেরেস বলেন, ‘আমরা এমন একজন দুর্দান্ত খেলোয়াড়কে স্বাগত জানাচ্ছি যার স্বপ্ন ছিল এই ক্লাবের হয়ে খেলার’। এমবাপ্পেকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তোমার তীব্র চাওয়ার কারণেই তুমি এখানে। সাদা জার্সি গায়ে জড়ানোর এই প্রচেষ্টার কারণে তোমাকে অনেক ধন্যবাদ’।

এমবাপ্পের আদর্শ খোলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তার ৭ নম্বর জার্সিটি আছে ভিনিসিয়ুসের দখলে। যার জন্য নাম্বার সেভেন জার্সি পাচ্ছেন না এমবাপ্পে। তাকে খেলতে হবে ৯ নম্বর জার্সি পরেই। এরই মধ্যে রিয়ালের অফিসিয়াল স্টোরগুলোতে তার জার্সি কেনার ধুম পড়ে গেছে।

তবে মাদ্রিদের জার্সিতে এখনই দেখা যাচ্ছে না এমবাপ্পেকে। তার জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন। আগামী ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে পারেন ফরাসি এই তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

আমেরিকার ব্রিফিংয়ে বাংলাদেশে শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির প্রসঙ্গ

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App