×

খেলা

রিশাদকে এখনই টেস্ট দলে দেখছেন না শান্ত

Icon

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিশাদকে এখনই টেস্ট দলে দেখছেন না শান্ত

কাগজ প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রিশাদ হোসেন। ৭ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন তিনি। তার হাত ধরে পূরণ হতে চলেছে দেশের দীর্ঘদিনের রিস্ট স্পিনারের ঘাটতিটা। লেগ স্পিনের পাশাপাশি তার আছে বিধ্বংসী ব্যাট করার ক্ষমতা। তাই অনেকেই তাকে তিন ফরম্যাটে দেখতে চাচ্ছেন এখনই। তবে বাংলাদেশ দলের অধিনায়ক সে সম্ভাবনাটা এখনই দেখছেন না। টি-টোয়েন্টির মতো গত বছরই ওয়ানডে অভিষেক হয় এই লেগ স্পিনারের। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সাদা পোশাক গায়ে জড়ানোর সুযোগ হয়নি তার।

আগামী মাসে দুটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সেই দলে রিশাদের না থাকার সম্ভাবনাই বেশি। এমনটাই ইঙ্গিত দিলেন নাজমুল হোসেন শান্ত।

সাদা বলের ক্রিকেটে রিশাদের লেগ স্পিন বাংলাদেশ দলের বোলিং আক্রমণে বহুল প্রত্যাশিত বৈচিত্র্য নিয়ে এলেও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, টেস্টে এখনই রিশাদের সম্ভাবনা তিনি দেখছেন না। রিশাদের টেস্ট দলে আসা বা না আসার ব্যাপারে নির্বাচকদের কাছে জানতে চাইলেই ভালো হবে মন্তব্য করেও নাজমুল শেষে বলেছেন, ‘আমার যতটুকু মনে হয় এই মুহূর্তে ও লাল বলের জন্য পুরোপুরি প্রস্তুত না’।

রিশাদের ভালো করায় টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের স্পিন কোচ মুশতাক আহমেদের ভূমিকাকে বড় করে দেখা হচ্ছে। মুশতাকের অবদান অস্বীকার করছেন না নাজমুলও। তবে একই সঙ্গে স্থানীয় কোচদেরও কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক, ‘খুবই ভালো কাজ করেছেন মুশতাক। রিশাদসহ অন্য স্পিনাররাও ওনার সঙ্গে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পেরেছে। তবে আমি শুধু মুশতাক আহমেদকেই কৃতিত্ব দিতে চাই না।

রিশাদ কিন্তু তারও আগে থেকে আমাদের স্থানীয় কোচদের কাছে কোচিং নিচ্ছিল’।

পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ বিশ্বকাপ জিতেছেন, বিশ্বকাপ দলের কোচ ছিলেন, খেলোয়াড় হিসেবে অভিজ্ঞতাও অনেক বছরের। নাজমুলের ধারণা, মুশতাক রিশাদের সঙ্গে যতটা না টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করেছেন, তার চেয়ে এসব অভিজ্ঞতাই বিনিময় করেছেন বেশি।

টেকনিক্যাল বিষয়ে স্থানীয় কোচদের সাহায্যই রিশাদকে বেশি সাহায্য করেছে বলে মনে করেন নাজমুল, ‘টেকনিক্যালি স্থানীয় কোচরা সাহায্য করেছেন। তাকে প্রেরণা জোগানো, তার ঘাটতিগুলো ধরিয়ে দেয়া। কাজেই কৃতিত্বটা সবাইকেই দেয়া উচিত’।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজটা নাজমুলের দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ দিয়েই টেস্ট ক্রিকেটটা আবার ভালোভাবে শুরু করতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে’।

অস্ট্রেলিয়ায় যাওয়া ক্রিকেটারদের মধ্য থেকে যারা টেস্ট দলে সুযোগ পাবেন, তারা পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতির ভালো একটা সুযোগ পেলেন। আবার যারা দেশে আছেন, সফরের আগে চট্টগ্রামে তারাও দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।

সব মিলিয়ে গত বেশ কয়েক মাস টি-টোয়েন্টির স্রোতে গা ভাসানোর পর টেস্টে ফেরার প্রস্তুতিটা ভালো করার সুযোগ দেখছেন অধিনায়ক, ‘সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই’। সঙ্গে এও মনে করিয়ে দিয়েছেন, ‘এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আসবেন, যারা টি-টোয়েন্টিতে ছিলেন না। পাকিস্তান সিরিজের জন্য তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন’।

পাকিস্তান সিরিজের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সিরিজের আগে সবাই প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পাচ্ছে। আশা করি ভালোই হবে। সব পরিকল্পনাই করা আছে। প্র্যাকটিস ম্যাচ আছে এবং যাওয়ার আগে প্র্যাকটিস সেশনও থাকবে। এগুলো করে যতটা সম্ভব ভালো প্রস্তুতি নিয়ে যেতে চাই’।

‘এখানে বেশ কয়েকজন খেলোয়াড় আসবেন, যারা টি-টোয়েন্টিতে ছিলেন না। পাকিস্তান সিরিজের জন্য তারা অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন। অবশ্যই চ্যালেঞ্জিং হবে, তারা খুবই ভালো দল।

তবে আমার মনে হয় এই ফরম্যাটে আমাদেরও বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছেন। মুশফিক ভাই, মুমিনুল ভাইসহ আরো বেশ কয়েকজন। আমরা যদি আমাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শক্তি অনুযায়ী খেলতে পারি, সিরিজটা অবশ্যই ভালো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App