×

খেলা

কোপা জয়ের পর মেসির আবেগঘন তিন পোস্ট

Icon

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কোপা জয়ের পর মেসির আবেগঘন তিন পোস্ট

কাগজ ডেস্ক : আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল ম্যাচের ৬৩ মিনিটের খেলা চলাকালীন কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের কাছ থেকে বল নিতে যাওয়ার সময় হঠাৎ করেই মাঠে পড়ে যান লিওনেল মেসি। কিছুতেই আর উঠতে পারছিলেন না তিনি। এ সময় ব্যথায় রীতিমতো কাতরাচ্ছিলেন এই ফুটবল মহাতারকা। চিকিৎসকরা তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে মেসিকে সারিয়ে তোলার চেষ্টা করলেও সফল হননি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক।

কলম্বিয়ার বিপক্ষে ঘাম ঝরিয়ে কোপা আমেরিকার ফাইনালে জিতল আর্জেন্টিনা। বদলি নামা লাউতারো মার্টিনেজের গোলে রেকর্ড ১৬তম কোপা আমেরিকা ট্রফি হাতে নিল আলবিসেলেস্তেরা। এই ম্যাচে পুরোটা সময় খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। অ্যাঞ্জেল ডি মারিয়ার বিদায়ী ম্যাচে গোড়ালির চোটে কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠে আসতে হয় তাকে। আন্তর্জাতিক ফুটবলে হ্যাটট্রিক শিরোপা জেতার একদিন পর মেসি তার চোটের সবশেষ অবস্থা জানিয়েছেন।

গতকাল মেসি ইনস্টাগ্রামে পরপর তিনটি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি দুহাতে কোপা আমেরিকার দুটি ট্রফি নিয়ে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে লিখেছেন, ‘আরো একটি...’। দ্বিতীয় পোস্টে পরিবারের সদস্যদের নিয়ে শিরোপা উদযাপনের একটি ছবি দিয়ে লিখেছেন, ‘পরিবার’। এরপর ভালোবাসার একটি ইমোজি দিয়ে লেখাটা আরেকটু বাড়িয়েছেন, ‘সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ’।

মেসি তার তৃতীয় পোস্টটিতে সবাইকে ধন্যবাদ জানানো নিজের চোটের অবস্থা নিয়ে খবর দেয়াসহ নানা বিষয়ে লিখেছেন। তার সেই পোস্টের শুরুটা ছিল এরকম, ‘কোপা আমেরিকা শেষ। প্রথমেই আমি আমাকে দেয়া বার্তা আর অভিনন্দনের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে চাই’।

এরপর তিনি জানিয়েছেন নিজের চোটের অবস্থা, ‘আমি ঠিক আছি। ঈশ্বরকে ধন্যবাদ। আশা করছি, দ্রুতই আমি মাঠে ফিরতে পারব এবং আমি যে কাজটা করতে সবচেয়ে বেশি ভালোবাসি, সেটা উপভোগ করব’।

সবশেষে মেসি আনহেল ডি মারিয়া, নিকোলাস ওতামেন্দি আর তার নিজের মতো ক্যারিয়ার সায়াহ্নে এসে দাঁড়ানো খেলোয়াড়দের কথা বলেছেন, ‘ফিদেও (ডি মারিয়া) আমাদের ছেড়ে গেছে। কিন্তু আমরা আরেকটি কাপ জিতেছি। এ কারণে আমি খুব খুশি। বড় ব্যাপার হচ্ছে, তার মতো ওতা, আমি ও আমরা বিশেষ রোমাঞ্চ অনুভব করছি’।

এই কোপা আমেরিকা জয়ের ফলে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ডটিও নিজের দখলে নিয়েছেন মেসি। এতদিন ৪৪ ট্রফি জিতে দানি আলভেজের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন। এবার ৪৫ এ সেটিকে নিয়ে গিয়ে এককভাবে শীর্ষে থাকলেন এই ইন্টার মিয়ামি তারকা।

এবারের আসর শুরু হওয়ার আগে গুঞ্জন ছিল অনেক। খবর এসেছিল এটিই হতে পারে মেসির শেষ কোপা। ফাইনালের আগে ইঙ্গিত দিয়েছিলেন মেসি নিজেও। তবে ফাইনাল চলাকালীন দেখা যায় তার নিবেদন। ইনজুরিতে ভুগতে থাকলেও দলের হয়ে লড়ে গেছেন লম্বা সময় পর্যন্ত। যদিও পুরো সময় থাকতে পারেননি মাঠে। চোটের কারণে মাঠ ছেড়ে বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাকে।

কিন্তু এই কাঁদা বেশিক্ষণ স্থায়ী হয়নি মেসির। অতিরিক্ত সময়ে যখন লাওতারো মার্তিনেজ জালে বল ভেড়ালেন, তখনই উচ্ছ¡াস প্রকাশ করতে দেখা যায় মেসিকে। পরের সময়টাতেও উপভোগ করতে দেখা যায় তাকে। টানা দ্বিতীয়বার কোপা জয়ের পর যেন উজ্জীবিত হয়ে পড়েন তিনি। তাইতো আরো একবার কোপা জয়ের ইচ্ছে প্রকাশ করেছেন এই তারকা। তার ইনস্টাগ্রামের পোস্ট সেটিই ইঙ্গিত করে। বাকিটা সময়ই বলে দেবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

টাকার বিছানায় ঘুমান দুর্নীতির প্রাণপুরুষ সাবেক রেলমন্ত্রী মুজিবুল

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

এস আলমের গৃহকর্মী মর্জিনাও কোটিপতি

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

কোহলির ছক্কায় ভাঙল চিদাম্বরম স্টেডিয়ামের দেয়াল

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

আয়নাঘর সংক্রান্ত জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে যে কাউকে তলব, প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App