কনমেবলকে ধুয়ে দিলেন দুই কোচ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : কোপা আমেরিকার এবারের আসরেও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কলম্বিয়াও আসরজুড়ে উপহার দিয়েছে দুর্দান্ত ফুটবল। দুদলের লড়াইটা যে জমজমাট হবে সেটা বলার অপেক্ষা রাখে না। এমন লড়াই দেখতে মুখিয়ে আছেন দর্শকরাও। টিকেটের জন্যও গুনতে হচ্ছে চড়া দাম। আসরের সর্বনি¤œ টিকেটের মূল্য ধরা হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। যার ধারণক্ষমতা ৬৫ হাজার। সেই তুলনায় টিকেটের চাহিদা অনেক বেশি। দক্ষিণ আমেরিকা ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের সঙ্গে চুক্তিবদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে ফাইনাল ম্যাচের টিকেট পাওয়া যাবে।
২০২৬ বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি হিসেবে এবারের কোপা আমেরিকার আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু আসরটির শুরু থেকে নানা অব্যবস্থাপনায় আয়োজকদের সমালোচনায় পড়তে হচ্ছে। এখন বাকি আসরের দুটি ম্যাচ, ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণী খেলা হবে কেবল। তার আগেই লাতিন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে ধুয়ে দিলেন কানাডার কোচ জেসি মার্শ। উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নামার আগে তিনি যেন সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন।
কোপা আমেরিকার সেমিফাইনালে হাতাহাতিতে জড়িয়েছিলেন উরুগুয়ে খেলোয়াড়রা। সেই ঘটনায় উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা শিষ্যদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এখন তো আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে দুষছেন তিনি।
কলম্বিয়ার কাছে পরাজয়ের পরই ঘটে সেই অঘটন। ডারউইন নুনেজরা স্ট্যান্ডে লাফিয়ে উঠে কলম্বিয়ার দর্শকদের সঙ্গে মারামারিতে জড়ান। পরে উরুগুয়ের অধিনায়ক এই ঘটনার ব্যাখ্যায় বলেছেন, তারা পরিবারের নিরাপত্তার স্বার্থেই এমনটা করেছিলেন। কিন্তু কনমেবল সেদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তের কথা জানিয়েছে। শেষ বাঁশি বাজার পর দুদলের খেলোয়াড়রাও ঝামেলায় জড়িয়েছেন। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের আগে বিয়েলসা ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ ভঙ্গিতে কথা বলেছেন, ‘কথা বলার জন্য হুমকি পেলে একজনকে সেসব ভেবে কথা বলতেই হবে। এসব পরিস্থিতিতে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখায়, ওরা সেভাবেই প্রতিক্রিয়া দেখিয়েছে। তখন ওই পরিস্থিতি থেকে পালানোর সুযোগ ছিল না। খেলোয়াড়দের স্ত্রী, বান্ধবী, মা এবং শিশুসন্তানদের আক্রমণ করা হচ্ছিল। তখন ওরা কী করবে?’
যুক্তরাষ্ট্রের মাঠের মান আর কনমেবলের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্সেলো বিয়েলসা। এমনকি টুর্নামেন্টের আয়োজন নিয়ে নেতিবাচক কথা বলতে নিষেধ করা হয়েছে উরুগুয়ের কোচকে। উরুগুয়ে কোচ বিয়েলসা আরো বলেন, আমাদের হুমকি দেয়া হয়েছে। আমরা এখন ক্লান্ত।