গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যারা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : যে কোনো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিয়ে থাকে বাড়তি আকর্ষণ। ইউরোর গোল্ডেন বুট পাচ্ছেন কে? এখন পর্যন্ত ৬ জন ফুটবলার সর্বোচ্চ ৩টি করে গোল করেছেন। এই তালিকায় ফাইনালে উঠা স্পেন-ইংল্যান্ডের আছেন একজন করে। স্পেনের দানি অলমো আর ইংল্যান্ডের হ্যারি কেইনের গোলও ৩টি করে। বলা যায় গোল্ডেন বুটের দৌড়ে আছেন এই দুজন।
এবারের ইউরোর গোল্ডেন বুট জয়ী নির্ধারণের ক্ষেত্রে আলাদা নিয়ম নির্ধারণ করে দিয়েছে উয়েফা। এখন পর্যন্ত টুর্নামেন্টে টিকে আছেন স্পেনের দানি ওলমো ও ইংল্যান্ডের হ্যারি কেইন। যারা প্রত্যেকে ৩টি করে গোল করে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। আরেক ইংলিশ তারকা জুড বেলিংহামও পিছিয়ে নেই। অ্যাটাকিং এই মিডফিল্ডারও দুটি গোল করে তাদের পেছনে রয়েছেন।
টুর্নামেন্টে যে সর্বোচ্চ গোল করবে সে গোল্ডেন বুট জিতবে। কিন্তু গেল কয়েকটি টুর্নামেন্টে সমান গোল করায় টাইব্রেকারের মাধ্যমে নির্ধারিত হচ্ছে গোল্ডেন বুট জয়ীর নাম। গোলসংখ্যা সমান হলে দেখা হয় কোন ফুটবলার অ্যাসিস্ট করেছেন বেশি। এই নিয়ম অনুযায়ী, ২০২০ সালে গোল্ডেন বুট জিতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
তবে অ্যাসিস্টও যদি সমান হয়, তখন দেখা হবে কোন ফুটবলার সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ গোল করেছেন। এই নিয়মে ২০১২ সালে ফার্নান্দো টরেস ও জার্মানির মারিও গোমেজের মধ্যে গোল্ডেন বুট জয়ী ঘোষণা করে হয়েছিল। টরেস ও গোমেজ সবারই গোল ও অ্যাসিস্ট সমান হওয়ায় তরেস ১৮৯ মিনিট মাঠে খেলায় তিনিই জেতেন গোল্ডেন বুট। গোমেজ খেলেছিলেন ২৮২ মিনিট।
উয়েফা এবারের ইউরোতেও একই রকম নিয়ম প্রয়োগ করতে যাচ্ছে। এখন পর্যন্ত ২০২৪ ইউরোতে ৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় থাকা ৬ জন হলেন, হ্যারি কেইন (ইংল্যান্ড), দানি ওলমো (স্পেন), কডি গাকপো (নেদারল্যান্ডস), জামাল মুসিয়ালা (জার্মানি), জর্জেস মিকাউতাদজে (জর্জিয়া) ও ইভান শ্রানজ (সেøাভাকিয়া)
সেমিফাইনালে ডাচদের বিপক্ষে হ্যারি কেইনের শট ফেরাতে গিয়ে ফাউল করেন ডেনজেল ডামফ্রিস। বল ট্যাকেল করতে চাইলেও তা লাগে কেনের পায়ে। কয়েক মিনিট সময় নিয়ে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। বল নেদারল্যান্ডসের জালে পাঠিয়ে দিয়ে ইউরোর গোল্ডেন বুট জয়ের দৌড়ে যোগ দেন তিনি। গত আসরে ৫১ ম্যাচে হয়েছিল ১৪২ গোল, ৫টি করে গোল করেছিলেন প্যাট্রিক সিখ ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার ৫০ ম্যাচে হয়েছে ১১৪টি। ৬ গোল করে কেইন গোল্ডেন বুট জিতেছিলেন ২০১৮ সালের বিশ্বকাপে।