×

খেলা

না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

না ফেরার দেশে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান

কাগজ প্রতিবেদক : গতকাল বিকালে না ফেরার দেশে চলে গিয়েছেন বাংলাদেশি দাবাড়–দের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং অর্জন করা গ্র্যান্ডমাস্টার দাবাড়– জিয়াউর রহমান। দাবা খেলতে খেলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই দাবাড়–। গতকাল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে গেলে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করা হয় তাকে। হাসপাতালে নেয়ার পর জানা যায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।

মৃত্যুকালে জিয়াউর রহমানের বয়স হয়েছিল ৫০ বছর। ১৯৭৪ সালে জন্ম নেয়া জিয়া ১৯৯৩ সালে ইন্টারন্যাশনাল আর ২০০২ সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টারের খেতাব অর্জন করেন। তিনি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। বাংলাদেশি দাবাড়–দের মধ্যে সর্বোচ্চ ২৫শ ৭০ ফিদে রেটিংও ছিল তার দখলে। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার

বাংলাদেশ দাবা ফেডারেশনে গতকাল চলছিল জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা। সেখানে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান খেলছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে। ৩টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে খেলতেই ৫টা ৫২ মিনিটে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ভালো পজিশনেই ছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। হঠাৎই দাবা ফেডারেশনের রুমে দুই দাবাড়– শাকিল ও নাইম হন্তদন্ত হয়ে দৌড়ে এসে জানান, ‘জিয়া ভাই মাথা ঘুরে পড়ে গেছে’। জিয়ার অসুস্থ হওয়ার খবর শুনেই সবাই দ্রুত ছুটে যান দাবা বোর্ডের রুমে। সবাই তড়িঘড়ি করে তাকে ধরে নিচে নামায়। এরপর গ্র্যান্ডমাস্টার রাজীবের গাড়িতে করে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দাবা ফেডারেশন থেকে হাসপাতালে পৌঁছাতে ৯ মিনিট সময় লাগে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকেরা দ্রুতই তার চিকিৎসা শুরু করেন।

তবে সেখানে বহু চেষ্টার পরও জিয়ার পালস খুঁজে পাননি চিকিৎসকরা। তার কিছুক্ষণ বাদেই এই গ্র্যান্ডমাস্টারকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, হার্ট অ্যাটাকে মারা গেছেন জিয়া। জিয়ার ম্যাচের সময় তার স্ত্রী লাবণ্যও ফেডারেশনে ছিলেন। তার ছেলে তাহসিন তাজওয়ারও এবার জাতীয় দাবা খেলছেন। হাসপাতালে পৌঁছানোর পরই জিয়ার স্ত্রী কান্নায় ভেঙে পড়েন। চিকিৎসকদের কাছ থেকে মৃত্যুসনদ পাওয়ার পর কান্নার সেই বেগ আরো বাড়ে। কারো সান্ত¡নাই থামাতে পারছিল না তার সেই কান্না। শুধু জিয়ার স্ত্রীই নন, এ সময় কান্নায় ভেঙে পড়েন তার সহখেলোয়াড়দের অনেকেই। হুট করে এই দাবাড়–র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঅঙ্গনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে ২০ জন নিহত

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App