বড় ধাক্কা থেকে বেঁচে গেল বেলিংহাম
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : হ্যারি কেইন, বেলিংহাম, ফোডেন, সাকাদের মতো সময়ের অন্যতম সেরা ফুটবলারদের নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ইংল্যান্ড। তবে মাঠের পারফরম্যান্সে সমর্থকদের মন ভরাতে পারছে না গতবারের রানার্সআপরা। যদিও ইউরোয় ইংল্যান্ড এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলো এবং তারপর কোয়ার্টার ফাইনালে উঠেছে। তবে ইংলিশদের যে ফর্ম, তাতে আজ কোয়ার্টারে বড় পরীক্ষা দিতে হবে সুইজারল্যান্ডের বিপক্ষে। তার আগমুহূর্তেই বড় দুঃসংবাদ থেকে কোনোমতে বেঁচে গেছে গ্যারেথ সাউথগেটের দলটি। আগের ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করার কারণে ধারণা করা হচ্ছিল দলের সবচেয়ে বড় তারকা জুড বেলিংহাম এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন। আর সেটা হলে সুইজারল্যান্ডের বিপক্ষে আজ তাকে পাওয়া যেত না। যেটা গ্যারেথ সাউথগেটের জন্য বিরাট ধাক্কা হতো। আপাতত জরিমানা দিয়েই সেই ধাক্কা সামাল দিল ইংলিশরা। স্লোভাকিয়ার বিপক্ষে ম্যাচে অশালীন অঙ্গভঙ্গি করেও রেফারির চোখ এড়াতে পেরেছিলেন জুড বেলিংহাম। পরে আলোচিত-সমালোচিত ওই ঘটনার তদন্ত করে ইংল্যান্ডের তরুণ মিডফিল্ডারকে শাস্তি দিয়েছে উয়েফা। তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে তা এক বছরের জন্য স্থগিত থাকবে। পাশাপাশি রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সি তারকাকে ৩০ হাজার পাউন্ড জরিমানাও করা হয়েছে। ফলে জরিমানা পরিশোধ করে চলমান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন তিনি। গতকাল এক বিবৃতিতে বেলিংহামের শাস্তির কথা নিশ্চিত করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
স্লোভাকিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে অঘটনের শিকার হতে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু ম্যাচের নির্ধারিত সময়ের অন্তিম মুহূর্তে বাইসাইকেল কিকে অসাধারণ এক গোল করে বেলিংহাম ম্যাচ নিয়ে যান অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ২-১ ব্যবধানে স্লোভাকিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় থ্রি লায়ন্সরা। ম্যাচের ৯০+৫ মিনিটের মাথায় বাইসাইকেল কিকে গোল করার পর উদযাপন শেষে এগিয়ে যাওয়ার পথে স্লোভাকিয়ার বেঞ্চের দিকে তাকিয়ে প্রথমে মুখে হাত দেন এরপর অশোভন ভঙ্গিতে হাত নাড়ান। যেটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নজরে আসে উয়েফারও। এরপর উয়েফা বেলিংহামের উদযাপনের বিষয়টি সত্যিই অশোভন ও আচরণবিধি পরিপন্থি ছিল কিনা সেটা জানতে তদন্ত করার সিদ্ধান্ত নেয়। সেই তদন্তে দোষী সাব্যস্ত হন রিয়াল মাদ্রিদ তারকা। যদিও উয়েফা তদন্ত করার ঘোষণা দেয়ার পর নিজের বন্ধুদের উদ্দেশে মজা করে এমনটা করেছেন বলেও মন্তব্য করেছিলেন বেলিংহাম। কিন্তু শেষ রক্ষা হয়নি এই তারকা ফুটবলারের। বেলিংহামের শাস্তির বিষয়টি গতকাল এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে উয়েফা। বিবৃতিতে তারা জানিয়েছে ইংলিশ ফুটবলার বেলিংহামকে ৩০ হাজার পাউন্ড যা বাংলাদেশি টাকায় ৩৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সঙ্গে আচরণবিধি ভঙ্গ করায় উয়েফা প্রতিযোগিতার এক ম্যাচে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা এখনই কার্যকর হচ্ছে না। এক ম্যাচ নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে উয়েফা বিবৃতিতে লিখেছে, ‘এখনই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। তবে আজ থেকে আগামী এক বছরের মধ্যে এই নিষেধাজ্ঞা কাটাতে হবে তাকে।’ এর আগে গত মৌসুমে লা লিগায় রিয়াল-ভ্যালেন্সিয়া ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখেছিলেন বেলিংহাম। রেফারির দিকে ‘অসম্মানজনক আচরণ’ করায় দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন তিনি। এছাড়া গতকাল শাস্তি পেয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনও।
স্লোভাকিয়া ম্যাচে ইংলিশ দর্শকদের আচরণ ছিল লাগামছাড়া। তাদের বিশৃঙ্খলাজনিত আচরণের জন্য ১০ হাজার ইউরো এবং গ্যালারিতেই বাজির কাজে আগুন ধরানোয় এক হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ ফেডারেশনকে।