×

খেলা

যুবাদের দায়িত্ব নিয়ে যা বললেন নাভিদ

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : এক ব্যাচ বিরতি দিয়ে আবারো লঙ্কান কোচ নাভিদ নেওয়াজকে দায়িত্ব দেয়া হয়েছে বাংলাদেশের যুবাদের। নাভিদের অধীনেই দেশের যুবারা নিজেদের সেরাটা দিয়েছিল ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে। তাতে জিতেছিল বিশ্বকাপও। আবারো দায়িত্ব পেয়ে নাভিদের মন পুরনোকে ভুলে নতুন উদ্দ্যমে কাজ করার দিকে। গতকাল বিসিবিকে দেয়া ভিডিও সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছেন নাভিদ।

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল গোছাচ্ছেন নাভিদ। ইতোমধ্যে শুরু হয়েছে ক্যাম্পও। নিজের পুরনো সাফল্য ভুলে নাভিদ এখন তাকাচ্ছেন ভবিষ্যতের দিকে। ভিডিওতে নাভিদ বলেন, ‘বিশ্বকাপের আগে বিসিবি বিশ্বের বিভিন্ন জায়গায় সিরিজ আয়োজনের ভাবনা রেখেছে। তবে যে কন্ডিশনে খেলা হোক না কেন খেলোয়াড়দের দায়িত্ব তারা যেন যে কোনো কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়। আগামী ১৮ মাসে আমরা সেরা প্রস্তুতিটাই নিতে চাই। যাতে আমরা মানিয়ে নেয়ার সামর্থ্য অর্জন করতে পারি।

ছেলেদের যেন মনে না হয় আমরা শুধু বাংলাদেশেই খেলছি। আমরা নিশ্চিত করতে চাই, দেশের বাইরেও আমরা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছি। ২০২৫ এর শেষ দিকে যেন বিশ্বের যে কোনো দেশের বিপক্ষে প্রতিদ্ব›িদ্বতা গড়ার মতো দল হই।’ তিনি আরো বলেন, ‘এই স্কোয়াডে অনেক মেধাবী ক্রিকেটার আছে। মাত্র ওদের নিয়ে কাজ শুরু করলাম। আগামী তিন সপ্তাহ আমরা বিকেএসপিতে ক্যাম্প করব। কিছু ম্যাচও খেলব এবং আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নেয়ার চেষ্টা করব। এটা চ্যালেঞ্জের পাশাপাশি ছেলেদের জন্য বড় সুযোগ হতে যাচ্ছে। এখানকার বেশির ভাগ ছেলে কয়েক বছর তরুণদের লিগে খেলেছে এবং ভালো করেছে। এটা সেরা খেলোয়াড়দের বেছে নেয়ার ভালো সুযোগ’।

২০২০ সালে যুবাদের বিশ্বকাপ জেতা অনূর্ধ্ব ইতিহাসে উল্লেখযোগ্য অর্জন বলে ধরে হয়। তবে সেসবকে ধরে থাকতে চান না নাভিদ। পুরনো সেইসব দিনগুলোকে প্রেরণা হিসেবে নিয়ে নতুনদের গড়তে চান তিনি। লঙ্কান এই কোচ বলেন, ‘দেখুন ওই বিশ্বকাপের পর অনেক দিন চলে গেছে।

ছেলেরা যদি বিভিন্ন ধরনের কন্ডিশনে খেলার সুযোগ পায়, দুই বছর যদি ছেলেরা নিজেদের নিংড়ে দেয়, যদিও এই ছেলেদের কখনো বাইরে খেলা হয়নি। আমাদের তাই তাদের গড়ে তুলতে হবে। শুধু তাদের খেলা নয়, তাদের ব্যক্তি হিসেবেও গড়ে তুলতে হবে। আমরা বিশ্বকাপ জিতব এটা বলাও ঠিক নয়। এখন আসল কাজ হলো- দলটাকে গড়ে তোলা। আমরা জানি আগামী বিশ্বকাপে লড়তে হলে কী কী উন্নতি দরকার। বড় দলকে চ্যালেঞ্জ জানানোর মতো সব ধরনের গুণ আমরা অর্জন করতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ

হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিন পালন নিয়ে যা ভাবছেন যুবকরা

হযরত মুহাম্মদ (সাঃ) জন্মদিন পালন নিয়ে যা ভাবছেন যুবকরা

‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদ

‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান বিকৃতির প্রতিবাদ

পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন, অতপর...

পোড়া লাশ দাফনের পর জানা গেল রিফাত বেঁচে আছেন, অতপর...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App