আজ মাঠে গড়াচ্ছে ভারত-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজ
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : আগামী বিশ্বকাপকে মাথায় রেখে আগামী দুবছরের জন্য নতুনভাবে পথচলা শুরু করতে যাচ্ছে ভারত ও জিম্বাবুয়ে। সেই ধারাবাহিকতায় আজ থেকে হারারাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-জিম্বাবুয়ে। তবে সদ্য বিশ্বকাপ শেষ হওয়ায় দ্বিতীয় শ্রেণির দল নিয়ে খেলবে ভারত। চলতি বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়েই মাঠে খেলতে নামবে ম্যান ইন ব্লুরা। এবারের বিশ্বকাপের মধ্য দিয়ে অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি অবসর নেন রোহিত শর্মা। এরপর বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও অবসরের ঘোষণা দেন। তাদের জায়গা পূরণের জন্য নতুন কাউকে ভারতের প্রয়োজন পড়বে। তাতে এবার একঝাঁক নতুন মুখ দেখা যাবে ভারতীয় শিবিরে।
এবারের বিশ্বকাপ দলে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন শুভমান গিল। তবে কোনো ম্যাচেই খেলার সুযোগ পাননি তিনি। জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের অধিনায়ক সেই গিলই। বিশ্বকাপ জিতেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছে। টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন করে ভারতীয় দল তৈরি করে নেয়াই লক্ষ্য জাতীয় নির্বাচকদের। বিশ্বকাপজয়ী ভারত দলের কেউই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলবেন না। তবে সিরিজের শেষ তিন ম্যাচে খেলবেন বিশ্বকাপজয়ী দলের তিন সদস্য যশস্বী জয়সওয়াল, শিবাম দুবে এবং সঞ্জু স্যামসন।
হারিকেনের কারণে বার্বাডোজ ছাড়তে বিলম্ব হওয়ায় চ্যাম্পিয়ন দলের সঙ্গে দেশে ফিরেন এই ত্রয়ী। তাদের জায়গায় প্রথম দুই ম্যাচের দলে নেয়া হয়েছে সাই সুদর্শন, জিতেশ শর্মা এবং হর্ষিত রানাকে।
ভারতের জার্সিতে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেকের অপেক্ষায় আছেন ২২ বছর বয়সি রিয়ান পরাগ ও রানা এবং ২৩ বছর বয়সি অভিষেক শর্মা।
বিদায়ী কোচ দ্রাবিড়ের উত্তরসূরি এখনো ঘোষণা করেনি ভারত। অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ব্যাটার ভিভিএস ল²ণ।
এদিকে ২০১৬ সালের পর এই প্রথম ভারতের বিরুদ্ধে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সোমবার যে সিরিজের জন্য তারুণ্যনির্ভর দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। সিকান্দার রাজাকে দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। যিনি পাঞ্জাব কিংসের হয়ে গত আইপিএলে খেলেছিলেন। আরো আছেন ডোপিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা ওয়েসলি মাধেভেরে ও ব্রান্ডন মাভুতা। তবে বাংলাদেশের বিপক্ষে খেলা সর্বশেষ সিরিজের দল থেকে অভিজ্ঞ সিন উইলিয়ামস ও ক্রেইগ আরভিনসহ মোট পাঁচজন খেলোয়াড় বাদ পড়েছেন। এবারের দলে বড় চমক পাকিস্তানি বংশোদ্ভূত আন্তুম নাকবি। গত জানুয়ারিতে জিম্বাবুয়ের প্রথম ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে অপরাজিত ৩০০ রানের ইনিংসের সুবাদে জাতীয় দলে ডাক পান নাকভি। সিরিজের পরের চার ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে- ৭, ১০, ১৩ ও ১৪ জুলাই।