বিশ্ব চ্যাম্পিয়নরা ঘূর্ণিঝড় ‘বেরিলে’ বার্র্বাডোজে আটকা
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কাগজ ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানের ব্যবধানে হারিয়ে ১৭ বছর পর আবারো টি-টোয়েন্টির শিরোপা নিজেদের ঘরে এনেছে রোহিত বাহিনী। ইতিহাস গড়া এ শিরোপা জয়ের মধ্য দিয়ে ১৩ বছরের আন্তর্জাতিক শিরোপাখরা ঘুচিয়েছে ম্যান ইন ব্লুরা। তবে বিশ্বকাপ জয়ের সুখস্মৃতির অন্তরালে এবার বিড়ম্বনার খবর পেল টিম ইন্ডিয়া। বিপজ্জনক ঘূর্ণিঝড়ে বার্বাডোজের ব্রিজটাউনে আটকা পড়েছেন দলের সবাই। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ‘বেরিল’ নামের ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে ভারত। যেটি ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে অভিহিত করা হয়েছে।
আটলান্টিক মহাসাগর থেকে সৃষ্ট এই ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় অঞ্চলে ধেয়ে আসছে। শক্তি কমিয়ে বেরিল এখন ‘ক্যাটাগরি ফোর’ থেকে ‘ক্যাটাগরি থ্রি’তে রূপান্তরিত হয়েছে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। গতকাল সকালে বার্বাডোজ থেকে নিউইয়র্কে পৌঁছানোর কথা ছিল রোহিত শর্মা-বিরাট কোহলিদের। সেখান থেকে দুবাই হয়ে তারপর দেশে। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
এদিকে বাণিজ্যিক ফ্লাইটের আশা ছেড়ে রোহিতদের দেশে ফেরাতে চার্টার্ড ফ্লাইটের পরিকল্পনা করছে বিসিসিআই। বিসিসিআই সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, ‘বার্বাডোজ থেকে ভারতীয় দলের নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন পরিকল্পনা হলো চার্টার্ড বিমানে সরাসরি দিল্লি ফিরে আসা। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার কথাও রয়েছে।’
ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। যদিও সবাইকে একসঙ্গে ফেরাতে যে ধরনের বড় চার্টার্ড বিমান দরকার তা ক্যারিবিয়ান অঞ্চলে নেই। সে কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান জোগাড় করার চেষ্টা চলছে।
১৭ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১২৫ কোটি রুপি বোনাস পাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। গতকাল এক্সে জয় শাহ লিখেন, ‘আমি আনন্দচিত্তে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপি প্রাইজমানি ঘোষণা করছি। দলটি টুর্নামেন্টজুড়ে অসাধারণ প্রতিভা, প্রত্যয় ও খেলোয়াড়সুলভ মানসিকতা দেখিয়েছে। এই অনন্যসাধারণ অর্জনের জন্য সব খেলোয়াড়, কোচ ও সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানাই। ’
দীর্ঘ ১১ বছর আইসিসির কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো ভারত। এর আগে বেশ কয়েকবার কাছে গিয়েও শিরোপার ছোঁয়া পায়নি তারা। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে সেই দুঃখ ঘোচায় রোহিত শর্মার দল।
অন্যদিকে এবারের বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ। তাতে নতুন কোচ পাওয়া অবধি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ। তবে তিনি দায়িত্ব সামলাবেন শুধু জিম্বাবুয়ে সফরে। এ মাসের শেষদিকে অর্থাৎ শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই তার জায়গায় স্থায়ী কোচ নিয়োগ দেয়া হবে। বিসিসিআই সচিব জয় শাহ গতকাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ‘বোর্ডের উপদেষ্টা কমিটি এরই মধ্যে কোচ নিয়োগ করতে দুজনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে। শিগগির সাক্ষাৎকার গ্রহণ করে তাদের একজনকে বেছে নেয়া হবে।’ এদিকে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ও ভারতের বিশ্বকাপজয়ী ওপেনার গৌতম গম্ভীরকেই পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেয়া হবে। তবে যে দুজনকে বাছাই করা হয়েছে সেখানে নাকি ভারতীয় নারী দলের সাবেক কোচ ওয়ার্কেরি ভেঙ্কট রমনের নামও রয়েছে। তবে সম্ভাবনার দিক থেকে এগিয়ে রয়েছেন কলকাতাকে এবারের আইপিএল জেতানো মেন্টর গম্ভীর। বোর্ড সভাপতি রজার বিনি গম্ভীরের অভিজ্ঞতাকে প্রধান্য দিয়ে তাকেই কোচ হিসেবে চাইছেন। গম্ভীরের কোচ হওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘গম্ভীরের প্রচুর অভিজ্ঞতা। ও দায়িত্ব নিলে ভারতীয় ক্রিকেটের ভালোই হবে। ওর অভিজ্ঞতা ভারতের প্রয়োজন। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট খেলেছে গম্ভীর। এমন একজনকেই ভারতের কোচ হিসেবে প্রয়োজন।’
বার্বাডোজে বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ের সময় পাশেই ছিলেন ১৯৮৩ সালে ভারতের হয়ে বিশ্বকাপ জেতা রজার বিনি। এখন তিনি আছেন বিসিসিআইয়ের সভাপতি হিসেবে। দলের জয়ের দিনে বিদায়ী কোচ রাহুল দ্রাবিড়কে নিয়েও উচ্ছ¡াস প্রকাশ করেছেন তিনি, ‘দ্রাবিড় দুর্দান্ত ক্রিকেটার ছিল। ওর যা অভিজ্ঞতা তা দলকে নানাভাবে সাহায্য করেছে। কোচ হিসেবে দুর্দান্ত কাজ করেছে ও।’