×

খেলা

বিপিএল ড্রাফটের সময় চূড়ান্ত

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর শুরু হওয়ার কথা ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। চলতি বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়িয়েছিল গত আসর। ইতোমধ্যেই আসন্ন বিপিএলের ১১তম আসরের জন্য কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৫ সালের বিপিএল প্লেয়ার্স ড্রাফট কবে হবে সেই তথ্য জানিয়েছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে আগামী আসরের খেলোয়াড় ড্রাফট। তবে জাতীয় দলের ক্রিকেটারদের টানা খেলার বিষয় বিবেচনা করে এবার প্রয়োজন হলে সূচিতে বদল আনতে পারে বিসিবি।

গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এ সময় বিপিএল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বিপিএলে অংশ নেয়া ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে যোগাযোগ করেছি। বেশির ভাগ জানিয়েছে তারা থাকছে, দু-একটা দল এখনো আমাদের জানায়নি। তারা জানালে পরবর্তীতে কী করণীয় আমরা করব।’ প্লেয়ার্স ড্রাফট প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী আরো বলেন, ‘ইতোমধ্যে একটা সময় নির্ধারণ করা হয়েছে ড্রাফটের জন্য এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করব। প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হতে পারে।’ বিপিএলের সময়সূচি প্রসঙ্গে সুজন বলেন, ‘এফটিপিতে আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করি।

যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’ বিপিএলের সবশেষ কয়েক আসরেই প্লেয়ার পেতে কঠোর পরিশ্রম করতে হয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর। টুর্নামেন্টের মাঝপথে গিয়ে দলগুলোর শক্তি বৃদ্ধি পেত। তবে এবার সেই ঝামেলা থেকে বাঁচতে আগেই প্লেয়ার্স ড্রাফটের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। এতে করে দলগুলোও চাহিদা অনুযায়ী খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। বিপিএলের আগামী আসরে অংশ নেয়ার জন্য বেশ কয়েকটি নতুন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালেও সাত দল নিয়ে হবে আসন্ন টুর্নামেন্ট। কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও দুর্দান্ত ঢাকা থাকছে এবারো। বাংলাদেশ দল ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে। সফরটা হবে প্রায় এক মাস দীর্ঘ। বিপিএল শুরুর সম্ভাব্য সময় জানুয়ারির প্রথম সপ্তাহে। দেড় মাসের দীর্ঘ টুর্নামেন্টের পরপরই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে।

এদিকে আজ মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা। আলোচ্য সূচির মধ্যে শেখ হাসিনা স্টেডিয়ামের আলোচনাই গুরুত্ব পাবে। নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সভায় রুটিন বিষয়গুলোর বাইরে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আন্তর্জাতিক ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া নিয়ে বোর্ডে আলোচনা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App